IPL 2024 Fan Park Jalpaiguri: বাড়ির পাশেই মাঠের আমেজ, জলপাইগুড়িতে জমজমাটIPL ফ্যানপার্কের, আয়জন করল BCCI  

0 73

বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। সাধারন মানুষের কাছে IPL এর আমেজ আরও বেশি করে পৌঁছে দিতে এবার উদ্যোগী হলো BCCI। আগামী শনি ও রবিবার দুদিন জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে হতে চলেছে আইপিএল ফ্যান পার্ক।

স্টেডিয়ামে বসে আইপিএল উপভোগ করার ইচ্ছে থাকলেও যাদের সে ইচ্ছা পূরণ হয়নি, তারা ফ্যান পার্কে এসে একইরকম আনন্দ পেতে পারেন। বড়ো জায়েন্ট স্ক্রীনে যেমন খেলা দেখার ব্যবস্থা থাকবে তেমনি  থাকছে ফুড স্টল, লাকি কূপন, শিশুদের আনন্দের জন্য ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে।

এই বিষয়ে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন BCCI এর ম্যানেজার ক্রিকেট অপারেশন আনন্দ দত্তর ও জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার সচিব কুমার দত্ত।

কুমার দত্ত বলেন ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে এবং ক্রিকেট প্রেমীদের কাছে পৌছে দিতে দেশ জুড়ে ৫০ টি ফ্যান পার্ক করা হচ্ছে। তার মধ্যে একটি জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে করা হয়েছে। যেখানে শনিবার ও রবিবার খেলা দেখানো সহ আরও অনেক বিনোদন ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রবেশ করতে কোনও টিকিট লাগবে না। পাশাপাশি এখান থেকে কূপন দেওয়া হবে। খেলার শেষে লাকি ড্র হবে। থাকবে পুরষ্কার। যারা আর্থিক কারণ সহ আরও অন্যান্য কারণে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারেন  না, তাঁরা এখানে এসে মাঠে গিয়ে খেলা দেখার আনন্দ উপভোগ করতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.