বাংলাদেশে কার্ফু উঠেছে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক নয়। কেউ উৎকণ্ঠা নিয়ে ভারত থেকে বাংলাদেশের পথে, কেউ বাংলাদেশ থেকে ভারতে আসছেন। অশান্ত বাংলাদেশে শান্তি ফিরুক চাইছেন সে দেশের মানুষ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার ইস্তফার পর সেনা শাসনে বাংলাদেশ। কিন্তু এখনও স্বাভাবিক হয়নি বাংলাদেশের পরিস্থিতি। প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। মঙ্গলবার থেকে বাংলাদেশে যাওয়া শুরু করেছেন ভারতে আটকে থাকা মানুষজন। বাংলাদেশ থেকেও ভারতে আসছেন।
বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন রঞ্জন কুমার দাস। মঙ্গলবার তিনি বাংলাদেশের পথে। চোখে জল। তাঁর বাড়িতে ভাঙচুর হয়েছে ফোনে জানতে পরেছেন। উৎকণ্ঠা নিয়েই উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঘরের পথে রওনা দিয়েছেন তিনি।
উত্তাল বাংলাদেশ(Bangladesh) থেকে সর্বস্ব খুইয়ে এদেশে এসেছেন গাইবান্ধার বাসিন্দা নয়ন বর্মন। এদিন তিনি পরিবার নিয়ে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আসেন। কিন্তু এ দেশে আসার পথে বাংলাদেশের দুষ্কৃতীরা নয়ন বর্মনের নগদ টাকা ও গয়না হাতিয়ে পালিয়েছে বলে অভিযোগ।
নদিয়ার কৃষ্ণগঞ্জ গেঁদে সীমান্ত। সকাল থেকেই সেখানে দেখা গেল বাংলাদেশের বহু মানুষ ভারতে আসছেন। কেউ চিকিৎসার জন্য এসেছেন। আবার কেউ ব্যক্তিগত কাজে। ভারতে আসার ইচ্ছে না থাকলেও তাঁরা দেশে আসছেন। তবে একটাই দাবি মাতৃভূমিতে শান্তি চাই।
মঙ্গলবার সকাল থেকেই হিলি আন্তর্জাতিক স্থলবন্দরের অবস্থাও থমথমে। প্রচুর বাংলাদেশি নিজের দেশে ফিরে যেতে হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে হাজির হন। দেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে উদ্বেগে তাঁরাও।
বাংলাদেশে কার্ফু উঠতেই ধীরে ধীরে বাংলাদেশ থেকে ভারতে ফিরতে শুরু করেছে মানুষজন। ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে এলেন অনেকেই।
এতদিন তাঁরা বেশ ছিলেন। আচমকাই যেন সব বদলে গেছে। উত্তাল বাংলাদেশের প্রভাব সাধারণ মানুষের জীবনেও।