ভাসছে বাংলাদেশ, ক্ষতিগ্রস্থ ১১ জেলা বন্যার ফলে ক্রমেই মৃতের সংখ্যা বেড়ে চলেছে !

0 31

ভাসছে বাংলাদেশ। প্রবল বন্যার ফলে ক্ষতিগ্রস্ত এগারোটি জেলা। বন্যায় ফলে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। অন্ধকারে, আনাহারে, গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন প্রায় ৫০ লক্ষ মানুষ। মরার ওপর খাঁড়ার ঘা জলবাহিত রোগের আশঙ্কা ভুগছে বন্যাক্রান্ত বাংলাদেশের জনজীবন।

একটানা পাঁচ দিন পর থেমেছে বৃষ্টি। তবে পরিস্থিতি অত্যন্ত খারাপ। বৃষ্টির জলে ভয়ানক বন্যার কবলে ফেনি, ব্রাহ্মনবেড়িয়া, লক্ষ্মীপুর, মৌলবীবাজার। খাবার, বিদ্যুৎ, মাথা গোঁজার ঠাঁয় কিছুই নেই। নেই অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলান্স। মেঘনা, পদ্মার জলে ডুবে গেছে রাস্তাঘাট, চাষের জমি। যাতায়াতের সুবিধা সব বন্ধ, ভরসা কলার ভেলা। অতিভারী বৃষ্টিতে দেশের ১১টি জেলা বন্যায় ভাসছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৮ ছাড়িয়েছে। জলবন্দি হয়ে আছে প্রায় ৯ লক্ষ পরিবার। প্রশাসনের ত্রানের অপেক্ষায় দিন কাটাচ্ছে প্রায় ৫০ লক্ষ মানুষ।

কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালি, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ-সহ আরও বেশ কয়েকটি জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ। বন্যায় চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৫ জনের, কুমিল্লায় ৪, নোয়াখালিতে ৩, কক্সবাজারে ৩, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনিতে এক জন করে মারা গিয়েছেন। বন্যাকবলিত এলাকাগুলিতে নগদ ৩ কোটি ৫২ লক্ষ, শিশুখাদ্য বাবদ ৩৫ লক্ষ এবং গোখাদ্য বাবদ ৩৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এ ছাড়া ত্রাণকাজের অংশ হিসাবে ২০ হাজার ১৫০ টন চাল এবং ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে।

মরার ওপর খাড়ার ঘা জলবাহিত রোগ। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ব্যবস্থা নিলেও অভিযোগ তা পর্যাপ্ত নয়। উদ্ধারকাজে আশপাশের জেলাগুলি থেকে আনা হয়েছে নৌকা, স্পিডবোট। পরিস্থিতি এতটাই জটিল যে বেশ কিছু বন্যা কবলিত এলাকায় ঢুকতেই পারছে না উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।

Leave A Reply

Your email address will not be published.