Bangladesh Crisis : গৃহযুদ্ধের পথে বাংলাদেশ? ধানমন্ডিতে ভেঙে ফেলা হল শেখ মুজিবের ভিটে! উত্তাল ঢাকা

34
ধানমন্ডিতে শেখ মুজিবের গৃহ ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা

বাংলাদেশের চরিত্র বদল হয়েছে । বাংলাদেশের জনক শেখ মুজিবের ধানমন্ডির গৃহ বুলডোজার দিয়ে ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা । এর আগে মুজিবকন‍্যা শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর আন্দোলনকারী ছাত্ররা জামাতের সঙ্গে হাত মিলিয়ে মুজিবের মুর্তি ভেঙেছিল । এবার তার গৃহকেও ভেঙে তাতে আগুন ধরিয়ে দিল সেই একই আন্দোলনকারীরা। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের সংবিধান বদলের ডাক দেওয়া হয়েছিল ছাত্রদের তরফে। ইউনুস সরকার সে যাত্রায় টালবাহানায় পরিস্থিতি সামাল দিলেও ছাত্রদের রাজনৈতিক দল বানাবার সিদ্ধান্তকে আটকাতে পারে নি। প্রসঙ্গত সংবিধান বদলের দাবি তুলে এবং আওয়ামি লিগকে ব্যান করার দাবি তুলে সোমবার মহঃ ইউনুসের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। তার ৭২ ঘন্টা কাটতে না কাটতেই এবার মুজিবের গৃহ নিশ্চিহ্ন করে দিল তারা ।

সন্ধের পর থেকেই বাংলাদেশে ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে গিয়ে বিক্ষোভ দেখান জনতা। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় প্রকাশিত খবর অনুসারে, বিক্ষোভকারীরা ‘২৪-এর বিপ্লবী ছাত্র জনতা’। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয় বিক্ষোভ। ‘প্রথম আলো’ জানিয়েছে, বিক্ষোভকারীরা ওই বাড়িতে প্রবেশ করে ভাঙচুরও শুরু করেছেন।

শেখ হাসিনার সরকারের পতনের পরেও গত অগস্টে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে জনরোষ আছড়ে পড়েছিল। সেই থেকে বাড়িটি দৃশ্যত পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। এই বাড়িতেই পাঁচ দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের দেহ। মুজিব-কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ৩২ নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালায়। বুধবার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের ছ’মাস অতিক্রান্ত হচ্ছে। বাংলাদেশবাসীর উদ্দেশে আজই একটি ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথা রয়েছে হাসিনার। তার ভার্চুয়াল ভাষণ শুরুর আগেই ফের জনরোষের মুখে পড়ল মুজিবুরের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.