নিউজ ডেস্ক, ৩০ ডিসেম্বর : সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা। রাম মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় মোদী। সাজো সাজো রব অযোধ্যায়। শহর সেজে উঠছে দেওয়াল আলপনায়। আজ অযোধ্যায় নবনির্মিত বিমানবন্দর এবং রেলস্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর উদ্বোধনের পর সেখান থেকে ১৫ কিলোমিটার দীর্ঘ রোড শো করবেন মোদী। রোড শো করে ‘অযোধ্যা ধাম’ রেল স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নবনির্মিত স্টেশন উদ্বোধনের পরে অদূরের একটি মাঠে জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে গোটা অযোধ্যা জুড়ে কড়া নিরাপত্তা। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। সেদিনই রামের বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা হবে। আজ প্রধানমন্ত্রীর সফরে এলাহী আয়োজন করা হয়েছে।
অযোধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে শঙ্খ ও ডমরুও বাজবে। একই সময়ে, বিমানবন্দর থেকে ধর্মপথ, রামপথ হয়ে রেলস্টেশন পর্যন্ত মোট ৪০টি মঞ্চে ১৪০০-রও বেশি লোক শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়া ৩০ জন লোকশিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
আজ অযোধ্যায় একগুচ্ছ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধন তালিকায় অযোধ্যা বিমানবন্দর ও আধুনিক রেল স্টেশন। আন্তর্জাতিক মানের বিমানবন্দরের নামকরণ করা হয়েছে রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মিকীর নামে। বিমান বন্দর যাওয়ার রাস্তা চূড়ান্ত ব্যস্ততা। রাস্তার ২ পাশে থাকা বিভিন্ন ওয়ালে পেন্টিং। আঁকা হয়েছে প্রভু রামের ছবি। কড়া নিরাপত্তা অযোধ্যা জুড়ে। মোড়ে মোড়ে কড়া পুলিশি প্রহরা।
এদিকে, আজ ৬টি বন্দে ভারত ও ২ টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যারমধ্য়ে দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটি পেতে চলেছে বাংলা! মালদা টাউন। বেঙ্গালুরু পর্যন্ত চলবে নয়া ট্রেন। আজই ভার্চুয়ালি সূচনা করবেন প্রধানমন্ত্রী।