নিউজ ডেস্ক, ২ জানুয়াারী : সাজো সাজো রব চারদিকে। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করা হবে। তারই অপেক্ষায় গোটা দেশ। তৈরি অযোধ্যা ধাম। রাম মূর্তির বাছাই চূড়ান্ত হয়েছে। কোন মূর্তি থাকবে মন্দিরের গর্ভগৃহে তা সামনে এসেছে।
অবশেষে প্রকাশ্যে এল রামলালার মূর্তির প্রতিরূপ। কর্নাটকের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি মূর্তি থাকবে গর্ভগৃহে। মূর্তিটিতে রয়েছে রামের পাঁচ বছর বয়সি রূপের আদল। বালক রামের হাতে রয়েছে তির ও ধনুক, মূর্তির উচ্চতা ৫১ ইঞ্চি। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, আগামী ১০০০ বছরে কোনও সংস্কারের প্রয়োজন হবে না।
২২ জানুয়ারি অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে, মন্দিরে রামলালার কোন মূর্তিটি বসবে, তা সর্বসম্মতিক্রমে নির্বাচন করে ফেলল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্ট জানিয়েছে, রামলালা মূর্তিটিতে রামকে শিশু রাম হিসেবে কল্পনা করা হয়েছে। তবে, মূর্তিটির হাতে থাকছে তীর-ধনুক। কর্নাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ এই মূর্তিটি খোদাই করেছেন। অযোধ্যার রাম মন্দিরের জন্য বেশ কয়েকটি মূর্তি খোদাই করা হয়েছিল। তার মধ্য থেকে একটি মূর্তি গর্ভগৃহে স্থাপন করা হবে বলে আগেই জানিয়েছিল ট্রাস্ট। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) মূর্তি বাছাই প্রক্রিয়া চুড়ান্ত করে ট্রাস্ট। ট্রাস্ট সদস্য বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র জানিয়েছিলেন, ওই দিন এই বিষয়ে একটি বৈঠক করে ট্রাস্ট। আর সেখানেই মন্দিরে স্থাপনের জন্য মূর্তি নির্বাচন চূড়ান্ত করা হয়। সোমবার সামনে এল সেই রাম মূর্তির প্রথম ছবি।