বন্ধ হল কোভিশিল্ডের বিক্রি, ঘোষণা ওষুধ প্রস্তুতকারি সংস্থার

0 33

আর নেওয়া যাবে না কোভিশিল্ড ভ্যাকসিন। সম্পূর্ণ বন্ধ হতে চলেছে কোভিডের এই বিশেষ ভ্যাকসিনের বিক্রি। গত কয়েকদিন ধরে খবরে এই ভ্যাকসিন। কারণ কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া। এমনকি সেই কথা আদালতেও স্বীকার করে নেয় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। তার কিছুদিনের মধ্যেই বাজার থেকে এই ভ্যাকসিন তুলে নেওয়া হচ্ছে বলে জানাল ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারি সংস্থা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে কোভিশিল্ড ভ্যাকসিনটি তৈরী করেছিল অ্যাস্ট্রাজেনেকা। এই টিকা উৎপাদনের দায়িত্বে ছিল ভারতের পুনের সেরাম ইনস্টিটিউট।
সংস্থা এই টিকা বিক্রির কারণ হিসাবে অবশ্য বাণিজ্যিক কারণে কথা বলেছেন। সংস্থার কথায়, ‘যেহেতু বাজারে এখন একাধিক, আরও আপডেটেদ কোভিড-১৯ ভ্যাকসিন চলে এসেছে তাই বর্তমানে এই ভ্যাকসিনের কোনও চাহিদা নেই।’ তাই বাণিজ্যিক কারণেই কোভিশিল্ড ভ্যাকসিন বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। অ্যাস্ট্রাজেনেকার জানায়েছে নতুন নতুন ভাইরাসের মোকাবিলা করার জন্য পুরনো ভ্যাকসিনের বিকল্প তৈরী করা হচ্ছে।
যদিও ইউরোপিয়ান ইউনিয়নে আগেই এই ভ্যাকসিন বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এই ভ্যাকসিন আর উৎপাদন বা ব্যবহার করা হবে না বলে ঘোষণা জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সমগ্র বিশ্বের যে সমস্ত দেশে এই টিকা উৎপাদন করা হত, সব জায়গা থেকেই তা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতেও বন্ধ হচ্ছে কোভিশিল্ডের উৎপাদন এবং ব্যবহার।
প্রসঙ্গত, এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারি সংস্থার বিরুদ্ধে ১০০ মিলিয়ন পাউন্ডের একটি আইনি মামলা রয়েছে। মামলাকারীর দাবি, কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে একাধিক মৃত্যু এবং গুরুতর অসুস্থতার ঘটনা ঘটেছে।

Leave A Reply

Your email address will not be published.