অসম সিল্কে রাজবেশে দেখা দিলেন রামলালা

0 55

অক্ষয় তৃতীয়ায় অসম সিল্কে রাজবেশে দেখা দিলেন রামলালা। বালক রামের এই রূপ দেখে মুগ্ধ ভক্তরা। হিন্দু শাস্ত্র মতে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ায় অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি দিনটি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। আবার এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন বলে এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। কথিত বেদব্যাস ও গণেশ এই দিনেই মহাভারত রচনা শুরু করেছিলেন। এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। আবার কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে, যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের অনেকেই এই দিনে লক্ষ্মী গণেশের পুজো করেন।
আবার এই তিথিতেই পুরীর জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে, এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। এই দিনে সোনার বা রূপোর গয়না কেনার প্রচলন রয়েছে। মনে করা হয়, এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে। সুখ-শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে, এই আশাতেই এদিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন।
যে তিথি হিন্দু শাস্ত্র মতে এত শুভ বলে পরিচিত সেই দিনে রামলালা নব সাজে সাজবেন না তা কখনও হয় নাকি! অক্ষয় তৃতীয়ার এই শুভলগ্নে অযোধ্যার রাম মন্দিরে সকাল থেকে ছিল বিশাল বড় আয়োজন। ফল নৈবেদ্য সহযোগে সাজানো হয়েছিল বালক রামকে। আর রামলালার সাজের মূল আকর্ষণ ছিল অসম সিল্ক। আজকের এই শুভ দিনে অসম সিল্ক দিয়ে সাজানো হয় বালক রামকে। ডিজাইনার মনীষ ত্রিপাঠি এই শাড়়ি তৈরিতে এরি সিল্ক ও মুগা সিল্কের ব্যবহার করেছেন।

বৈষ্ণব বেশে সজ্জিত বালক রামের রাজপোশাক তৈরিতে সময় লেগেছে ৮৫ দিন। মুগা ও এরি সিল্কের কাজ প্রভু শ্রীরামের মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরা হয়েছে। এই পোশাক তৈরির প্রয়োজনীয় টেক্সটাইল সরবরাহ হয়েছে রিনিকি ভূইয়া পরিচালিত একটি প্রকল্প ‘গোল্ডেন থ্রেড অফ অসম’ থেকে। মনীষ ত্রিপাঠির মতে, এটি অসম সিল্ককে জাতীয় স্বীকৃতি এনে দেবে।

রামলালার সেই রূপের ছবিও নিজের এক্স মাধ্যমে পোস্ট করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, ‘আজ, অক্ষয় তৃতীয়ার পবিত্র উৎসবে, আসামের বিখ্যাত মুগা এবং এরি সিল্ক এবং সোনার সুতো দিয়ে ভগবান রামের পোশাক তৈরি করা হয়েছে। দশরত নন্দনের চরণে আসামের মানুষের একটি ছোট নিবেদন। জয় জয় শ্রী রাম।

উল্লেখ্য আজ অক্ষয় তৃতীয়ার শুভলগ্ন উপলক্ষ্যে অযোধ্যার রাম মন্দিরে সকাল থেকেই সাজো সাজো রব। ধুমধাম করে রামলালার পুজোর আয়োজন করা হয় এই দিন। প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথমবার রামলালার দর্শনে যান উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর সফর জুড়ে অযোধ্যায় কড়া নিরাপত্তা।

Leave A Reply

Your email address will not be published.