নিউজ ডেস্ক, ১৭ নভেম্বর : বুধবার সন্ধ্যায় এক ব্যক্তির মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য। ওই মৃত্যুর কারণ কি তা এখনও রহস্যের আওতায় ঘিরে?
আর ময়নাতদন্ত হবে না আমহার্স্ট স্ট্রিট থানায় মৃত অশোক সিংয়ের দেহের। নির্দেশ কলকাতা হাই কোর্টের। তবে থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল আদালত। পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৩ নভেম্বর।
দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে না অশোক সিংয়ের। থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ। আমহার্স্ট স্ট্রিট থানায় অশোক সিংয়ের রহস্যমৃত্যুতে শুক্রবার এই নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ মেনে অশোকের দেহ মর্গ থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় কলকাতা পুলিশ। সেখান থেকে দেহ নেন অশোকের পরিবার।
আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। মৃতের পরিবারকে হলফনামা দিয়ে আদালতে বক্তব্য পেশ করতে বলেছে আদালত। এদিন হাই কোর্টে মামলার কেস ডায়েরি এবং ময়নাতদন্তের রিপোর্ট জমা দেয় কলকাতা পুলিশ। দ্বিতীয়বার ময়নাতদন্ত না করার নির্দেশকে মেনে নিয়েও অশোককে খুনের অভিযোগে অনড় জনস্বার্থ মামলার আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
পুলিশের তত্ত্বাবধানে করা ময়নাতদন্তে সন্তুষ্ট নন অশোকের পরিবারের আইনজীবীও। ক্ষতিপূরণের আর্জি জানাবেন তাঁরা।
থানার সিসিটিভি ফুটেজ পুলিশকে পেশ করতে হবে আদালতে। সেখানে কী আছে, সেটাই দেখার অপেক্ষায় অশোকের পরিজনরা।
সেই সিসিটিভি ফুটেজ নিয়েও শুরু হয়ে গেছে বিতর্ক। সেই বিতর্কের মাঝেই অশোক সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করেছে তাঁর পরিবার-পরিজনেরা। এখন অপেক্ষা সিসিটিভি ফুটেজের।