মঞ্চের  ‘ওথেলো’ এ বার বড় পর্দায়! কবে আসছে অনির্বাণ, সোহিনী এবং অর্ণ অভিনীত ‘অথৈ’?

0 51

মঞ্চ ছেড়ে এ বার বড় পর্দায় শেক্সপিয়ারের ‘ওথেলো’। সিনেমার পর্দায় ‘ওথেলো’ প্রথম নয়। এর আগে বহু নামী দামী পরিচালক উইলিয়াম শেক্সপিয়ারের এই কালজয়ী বিয়োগান্তক নাটক নিয়ে ছবি তৈরী করেছেন। ৪০০ বছরের বেশি পুরনো এই নাটক যে আজও প্রাসঙ্গিক তা বলাই বাহুল্য।
তবে এক দিক থেকে দেখতে গেলে পরিচালক অর্ণ মুখোপাধ্যায়ের ‘ওথেলো’ বা ‘অথৈ’ কিন্তু নতুনই। কেন? তা পরে বলছি। আজ থেকে ৬ বছর আগের কথা। শেক্সপিয়ারের নাটককে আবারও নতুন রূপে বাংলা রঙ্গ মঞ্চে নিয়ে আসার মনস্থির করেন অর্ণ। ছোট বেলা থেকেই থিয়েটারের মধ্যে দিয়ে তাঁর বড় হয়ে ওঠা। বাবা প্রখ্যাত নাট্যকার, নাটককার, নির্দেশক, অভিনেতা অরুণ মুখোপাধ্যায়। বাবার মতোই প্রায় সব গুণ রয়েছে তাঁর মধ্যে। এর আগে তাঁর নির্দেশনায় বহু নাটক দর্শকের মনজয় করেছে। এই নাটক নিয়ে বাংলার রঙ্গমঞ্চে অর্ণের যাত্রা শুরু ২০১৪ সালের মার্চ মাসে। দীর্ঘ ৭ বছর মঞ্চে দাপটের সঙ্গে অভিনয়ের পরে এই বার সেই ‘মঞ্চ সফল’ প্রযোজনাকেই বড় পর্দায় নিয়ে হাজির হয়েছেন পরিচালক। সঙ্গে রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী সোহিনী সরকার।
এই ছবিতে ‘ডেসডিমোনার’ চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘দিয়ামনা’। ‘ওথেলো’ ছবিতে ‘অথৈ’-এর ভূমিকায় দেখা যাবে স্বয়ং পরিচালক অর্ণ মুখোপাধ্যায়কে। এবং ‘ইয়েগো’ ছবিতে ‘গোগো’র চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।
সম্প্রতি প্রযোজনা সংস্থা এসভিএফের সমাজমাধ্যমে পরিচালক তাঁর দুই সঙ্গীকে নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানেই ছবি নিয়ে অর্ন, অনির্বাণ ও সোহিনী নিজেদের বক্তব্য রেখেছেন।
সোহিনীর কথায়, ‘আরও একবার আমি উইলিয়াম শেক্সপিয়রের নারী চরিত্রে। ওথেলো নাটকটি লেখা আনুমানিক ১৬০৩ সালে। আজ থেকে ৪২০ বছর আগে। আক্ষরিক অর্থে কালজয়ী গল্পটি এবার বাংলা চলচ্চিত্রের পর্দায়। আমাদের নতুন ছবি অথৈ।’
বড় পর্দায় এই ছবি দিয়েই পরিচালনায় হাতে খড়ি অর্ণর। আগে বলেছিলাম নতুনত্বের কথা। আসলে এর আগে একাধিক নাটক নির্দেশনা করলেও চলচ্চিত্র পরিচালনা এই প্রথম। ছবি নিয়ে তাঁর বক্তব্য, ‘প্রেম, ন্যায়, মূল্যবোধ আর ভালোবাসার জমিতে অবিশ্বাস, সন্দেহ, ঘৃণার কালো ছায়ার যে গল্প ছুঁয়ে যায় আজকের সময়কে। অভিজ্ঞ মুখের পাশাপাশি একঝাঁক তরুণ অভিনেতাদের মুখের সমাহারে আমার প্রথম ছবি অথৈ। আমাদের এই নাট্য প্রযোজনায় গত সাত বছরে বহু মানুষের ভালোবাসা পেয়েছি। আমাদের সকলের পরিশ্রমের এই চলচ্চিত্র আপনাদের কেমন লাগে তা জানার অপেক্ষা।’
ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘ইয়াগো’ বা ‘গোগোর’ ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ। তাঁর কথায়, ‘’চার শতাব্দীরও বেশি সময়কালে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় এই নাটক মঞ্চস্থ হয়েছে। চলচ্চিত্রের পর্দাতেও এই গল্প ফিরে এসেছে বারবার। ২০১৬ সালের মার্চ মাসে অর্ন মুখোপাধ্যায়ের রূপান্তরে ও নির্দেশনায় কলকাতার রঙ্গ মঞ্চে যাত্রা শুরু করে অথৈ। মঞ্চে সফল সেই প্রযোজনার চলচ্চিত্র রূপ এবার সিনেমার দর্শকের জন্য।’
ভিডিয়োর শেষে সোহিনী জানান আগামী ১৪ জুন সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘অথৈ’

Leave A Reply

Your email address will not be published.