Anubrata Mondal : পুজোর আগেই কামব্যাক কেষ্ট মন্ডলের। তিহাড় থেকে ছাড়া পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় ১০ লক্ষ টাকার ব্যক্তিগত জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা। আগে সিবিআই মামলায় জামিন পেয়েছিলেন। এবার ইডির মামলা থেকেও তাঁকে অব্যাহতি দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।
কথায় বলে বীরভূমের গাছের পাতাও নাকি তাঁর কথাতেই পড়ে! বাঘে গরুতে জল খায় একঘাটে! এককথায় দোর্দণ্ডপ্রতাপ। সেই অনুব্রত মণ্ডলকে ২০২২ সালের ১১ আগস্ট গরুপাচার মামলায় গ্রেফতার করে সিবিআই। পরে ২০২৩ সালে ওই মামলাতেই কন্যা-সহ তাঁকে গ্রেফতার করে ইডি। সেই মামলাতেই এবার জামিন পেলেন অনুব্রত।
২০২২ সালে বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই
প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়
পরে অনুব্রতকে নিয়ে যাওয়া হয় তিহাড়ে
একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও গ্রেফতার করে
বারবার জামিনের আবেদন করেও তিহাড়েই থাকতে হয়েছে অনুব্রতকে
সম্প্রতি, গরু পাচার মামলায় জামিন পেয়েছেন কন্যা সুকন্যা মণ্ডলও
লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ভোটের জন্যই অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে অনুব্রতকে। ভোট শেষ হলেই ছাড় পাবেন কেষ্ট মণ্ডল। তৃণমূল নেত্রী যে প্যারামিটারটি সেট করে দিয়েছিলেন, সেই অঙ্ক মেনে দেখলে লোকসভা নির্বাচনের ঠিক তিন মাসের মাথাতেই ছাড়া পেলেন বীরভূমের বাঘ! যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি।
এদিকে, অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমেও রাজনীতির অঙ্ক বদলেছে। লালমাটিতে কান পাতলেই শোনা যায়, অনুব্রতর দাপট থাকলেও তাঁর বিরুদ্ধে যাওয়ার লোকেরও অভাব নেই! অনুব্রতর জায়গায় ধীরে ধীরে জায়গা নিয়েছেন কাজল শেখ। সেই কাজল অবশ্য বলছেন, বীরভূমের অভিভাবক অনুব্রতই।
কেষ্ট মণ্ডল বীরভূমে ফিরলে অঙ্ক তো বদলাবে। তবে, সেই তত্ত্ব মানতে নারাজ জেলার বিজেপি নেতৃ্ত্ব।
এদিকে অনুব্রতর জামিনের জেরে অবশ্য কেন্দ্রীয় এজেন্সির তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে শুরু রাজনীতি।
ডেরায় ফিরছেন অনুব্রত। বীরভূম জুড়ে উদযাপন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। সূত্রের খবর, সব ঠিক থাকলে শনিবারই জেল থেকে ছাড়া পাবেন অনুব্রত।