‘মমতা চোর’ স্লোগান , ‘হীরক রাণী’ বলে কটাক্ষ ! মাঝ রাতে সরকার বিরোধী সুর চাকরিহারাদের প্রতিবাদে

8

এর আগে মমতার ওপরই ভরসা রেখেছিলেন চাকরিহারারা। বার বার দাবি করেছিলেন তাঁর সাক্ষাতের । তবে সেসব হয়নি। বরং সোমবার মাঝরাতে যখন শিক্ষামন্ত্রী জানালেন যে তালিকা প্রকাশ করা হবে না তখন যেন সেই সব ভরসা উবে গেল হাওয়ায়। যে মমতার ওপর ভরসা ছিল সেই মমতাকেই ‘চোর’ বলে স্লোগান দিতে থাকেন চাকরিহারারা।

ঝাঁঝ বাড়তে শুরু করে আন্দোলনের । আন্দোলনের স্লোগান ক্রমশ তালিকা প্রকাশের দাবি থেকে সরকার,  পরে মমতার বিরুদ্ধে সুর চড়াতে থাকে। হ‍্যান্ডমাইক নিয়ে মমতার নাম নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা । মমতাকে ‘হিরক রাণী’ বলে  হায় হায় স্লোগান ওঠে এপিসি ভবনের সামনে । ধিক্কার স্লোগানে ছয়লাপ গোটা এপিসি ভবন চত্ত্বর। এর পর পুলিশের সামনেই  মুখ‍্যমন্ত্রীকে ‘নির্মমতা’ বলে স্লোগান তোলেন আন্দোলনকারীরা  ।

পুলিসের সামনেই ‘চোর মমতা হায় হায়’ স্লোগান তুলতে থাকেন চাকরিহীরারা। পুলিশকে আন্দোলনে যুক্ত হওয়ার আবেদনও করা হয়  চাকরিহারাদের পক্ষ থেকে । ‘মমতা চাকরি চোর’ , ‘মমতা মেধা চোর’ স্লোগান উঠতে থাকে আন্দোলন থেকে। এরপরই ডিসিপি অনিশ সরকার তার ফোর্স নিয়ে বেরিয়ে যান এপিসি ভবনের সামনে থেকে । সংবাদমাধ‍্যমের তরফে তার কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলে নি।

রাত যত বাড়তে থাকে আন্দোলনের ঝাঁঝ ততই বাড়তে থাকে। মাঝরাতে চাকরিজীবীদের সমর্থনে এসএসসি ভবনের সামনে জড়ো হন বিভিন্ন মেডিক‍্যাল কলেজের জুনিয়র ডাক্তাররাও । চাকরিহারাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে খাবার ও জল বিতরণ করেন। পাশাপাশি জল ও খাবার নিয়ে আন্দোলনকারী চাকরিহারাদের পাশে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রান্ট । 

এর আগে সরাসরি মমতাকে টার্গেট করে কোনও স্লোগান দেন নি চাকরিহারা রা । তবে সোমবার মাঝরাতে যেন সেই গন্ডি টপকে ফেললেন তাঁরা । স্লোগান উঠলো মমতার বিরুদ্ধে। সরাসরি এই দুর্নীতিতে তাঁকে চোর বলে স্বরগরম হল গোটা এপিসি ভবন চত্ত্বর ।

Comments are closed.