আবার সেই রেল দুর্ঘটনা। স্থান সেই ফাঁসিদেওয়ার রাঙাপানি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে এ বার একটি মালগাড়ি লাইনচ্যুত হল। ফাঁসিদেওয়ার কাছে পেট্রলবোঝাই মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে পেট্রলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়। দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। হতাহতেরও খবর নেই। কিন্তু দেড় মাস আগে ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এবং মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া-CSMT এক্সপ্রেস দুর্ঘটনায় এই বেলাইনের ঘটনা ‘তাৎপর্যপূর্ণ’। রেল সূত্রে খবর, ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন সারানোর কাজে হাত লাগানো হয়েছে। তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুন, একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে আচমকা ওই ট্রেনটিকে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে, মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হয় হাওড়া-CSMT এক্সপ্রেস। দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বইমুখী এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত ১৮টি কামরা। দুর্ঘটনায় ২ জন নিহত, আহত হয়েছেন বহু। বারবার ট্রেন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রেল।