Andhra Pradesh Telengana Flood : টানা বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, বাতিল একাধিক ট্রেন
Andhra Pradesh Telengana floods : একটানা বৃষ্টি, ডুবেছে ঘর-বাড়ি জলের তলায় রাস্তাঘাট। শিশু সন্তানকে কোলে নিয়েই সুরক্ষিত জায়গায় পৌঁছাচ্ছেন প্লাবন কবলিত এলাকার মানুষ। ধসে গেছে রেল লাইনের একাংশ।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। জলের তলায় বহু এলাকা। ট্রেন লাইনে ধসের জেরে ব্যাহত দক্ষিণ ভারতগামী ট্রেন পরিষেবা। একাধিক রুটে বাতিল ট্রেন পাশাপাশি ঘুরপথে চলছে একাধিক দূরপাল্লার ট্রেনও। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রবল বৃষ্টিতে এই ছবি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। চারিদিকে শুধুই জল আর জল। এরই মাঝে সদ্যোজাতকে উদ্ধার করে এনডিআরএফের কর্মীরা সুরক্ষিত জায়গাতেও পৌঁছে দেয়।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে ফোনে পরিস্থিতি জেনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় প্লাবন কবলিত এলাকায় যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্লাবন কবলিত এলাকায় এনডিআরএফ-এর টিমের সঙ্গে যান চন্দ্রবাবু। কথা বলেন প্লাবন কবলিতদের সঙ্গে। পরিস্থিতি এমন যে নৌকায় চড়ে এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছেন সাধারণ মানুষ। প্লাবন এলাকায় ত্রাণ সরবরাহ ও ওষুধপত্র পাঠাতে ১১০টি নৌকার চালানো হচ্ছে সরকারিভাবে। চালু করা হয়েছে কন্ট্রোল রুম।
অন্ধ্রপ্রদেশের পাশের রাজ্য তেলেঙ্গানাতেও একই পরিস্থিতি। খাম্মাম এলাকায় মুন্নেরু নদীর জল রাস্তা ঝাঁপিয়ে বইতে শুরু করেছে। মাহাবুবাবাদে ইন্তাকান্নে রেল স্টেশন থেকে কেশমুদ্রাম স্টেশনের মাঝে রেল লাইনের একাংশ ধসে গেছে জলের তোড়ে। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সারাইয়ে কাজ শুরু করেছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে। দূরপাল্লার ট্রেনগুলিও জলে হাবুডুবু খাচ্ছে।
প্রবল বৃষ্টির জেরে তেলেঙ্গানার পালাইর বাঁধ থেকে জল ছাড়তে হয়। এর ফলে প্লাবিত হয় খাম্মা জেলার বিস্তীর্ণ এলাকা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি পরিস্থিতিতে তেলেঙ্গানার পরিস্তিতি জাতীয় বিপর্যয় ঘোষণার আবেদন করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।
গোটা পরিস্থিতির উপর কন্ট্রোল রুম থেকে নজর রাখছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্লাবন কবলিত এলাকায় সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। বেসরকারি স্কুলগুলিও বন্ধ রাখতে নির্দেশ দিওয়া হয়েছে।
কার্যত জলের তলায় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকা। ব্যাহত রেল পরিষেবা। একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি।