আশ্রমে ঢুকে সন্ন্যাসীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। শারীরিক নিগ্রহের অভিযোগ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে। কোচবিহারের সিতাইয়ের ঘটনা। ঘটনার প্রতিবাদ এবং বিজেপি সাংসদকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ সিতাইয়ের বাসিন্দাদের। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ।
কোচবিহারে সিতাইয়ের প্রত্যন্ত এলাকায় তৈরি হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাআশ্রম। এলাকায় সেবাকাজের পাশাপাশি তিনটি স্কুল চালায় আশ্রম কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যায় সেই আশ্রমে যান বিজেপির রাজ্যসভা সংসদ অনন্ত মহারাজ। অভিযোগ, মহারাজের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎই তাঁর উপর চড়াও হন সাংসদ। সন্ন্যাসীকে শারীরিক নিগ্রহ এবং তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ।
সন্ন্যাসীকে শারীরিক নিগ্রহের খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সীতাইয়ের বাসিন্দারা। রাতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীরা অনন্ত মহারাজের শাস্তির দাবিতে সরব হন।
অনন্ত মহারাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া না হলে তাঁরাও পথে নেমে আন্দোলন করবেন বলে জানিয়েছে আশ্রম কর্তপক্ষ। এই ঘটনায় বিজেপি সাংসদ অনন্ত মহারাজের কড়া নিন্দা করেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।
অনন্ত মহারাজ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ।
রবিবারের ঘটনায় অনন্ত মহারাজ একটি ভিডিও প্রকাশ করে সন্ন্যাসীর বিরুদ্ধে সিতাইয়ের মানুষকে অসম্মান করার অভিযোগ করেছেন।
সোমবার সিতাইয়ে গিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের মহারাজের সঙ্গে দেখা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
ঘটনার নিন্দা করে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কোচবিহার জেলার সাংসদ জগদীশ বসুনিয়া। রবিবারের ঘটনার পর গোটা এলাকায় রয়েছে চাপা ক্ষোভ। সিতাইয়ের বাসিন্দারা চাইছেন অনন্ত মহারাজের উপযুক্ত শাস্তি হোক।