শাহি-সভায় রাজনীতি তুঙ্গে

0 9

নিউজ ডেস্ক, ২৭ নভেম্বর : অমিত শাহের সভা ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। আদালতের অনুমতি যেন বাড়তি অক্সিজেন দিয়েছে বিজেপিকে। একের পর এক সভায় ছুটছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। তৃণমূল কংগ্রেস তখন সরব বাংলাকে বঞ্চনার অভিযোগে। যাচ্ছে বাড়ি বাড়ি।

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২৯ নভেম্বর হচ্ছে বিজেপির জনসভা। যেখানে প্রতি বছর ২১ জুলাই সভা করে তৃণমূল, বুধবার সেখানেই সভা অমিত শাহের। রাজ্য সরকারের আপত্তি উড়িয়ে সেই সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সভা সেরে সেদিন সন্ধ্যাতেই তিনি ফিরে যাবেন দিল্লি। কিন্তু অমিত শাহের সভা ঘিরে ক্রমেই চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। সভার অনুমতি থেকে শুরু হওয়া তরজা চলছে এখনও। অমিত শাহের সভার অনুমতি না দেওয়া নিয়ে প্রকাশ্যে সরব হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। নন-ইস্যুকে অহেতুক কেন ইস্যু করা হচ্ছে? সেটাই ছিল তাঁর প্রশ্ন।

এদিকে অমিত শাহের সভা সফল করতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা ছুটছেন রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে। অমিত শাহের সভাকে সফল করে নিজেদের শক্তির জানান দেওয়াই বিজেপির বঙ্গ নেতাদের লক্ষ্য।

আদতে পাখির চোখ লোকসভা ভোট। বঙ্গ বিজেপির সামনে এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোট ২৪। উনিশের ভোটে তৃণমূলের ভিত নাড়িয়ে দিয়েছিল বিজেপি। চব্বিশের ভোটে উনিশের ভোটের ফলকে ছাপাতে না পারলে সুকান্ত-শুভেন্দুকে পড়তে হবে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। বিজেপির ঝাঁপিয়ে পড়াটা আটকাতে চাইছে তৃণমূলও। তাই অমিত শাহের সভার অনুমতি ঘিরে জটিলতা, তাই চূঁচূড়ায় বুধবারের সভার পোস্টারের উপর পড়েছে হুমকি পোস্টারও। উঠেছে আবাস যোজনায় বাংলাকে বঞ্চনার অভিযোগ।

১০০ দিনের কাজের টাকায়, আবাস যোজনায় পশ্চিমবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে বহুদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস। অমিত শাহের সভার আগে তৃণমূলের নতুন কর্মসূচি, বঞ্চনার কথা তুলে ধরে তৃণমূলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিলি করবেন লিফলেট।

বঙ্গ বিজেপির এখন লক্ষ্য অমিত শাহের সভা সফল করা। আদালতের জয় যেন বাড়তি অক্সিজেন জুগিয়েছে বিজেপিকে। একুশে জুলাইয়ের সভার আগে সভাস্থলে খুঁটিপুজো করে তৃণমূল কংগ্রেস। প্রস্তাবিত সভাস্থলে রবিবার খুঁটিপুজো করেন বিজেপি নেতারাও।

Leave A Reply

Your email address will not be published.