Medinipur Medical College Hospital : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে র‍্যাগিংয়ের অভিযোগ

0 14

Medinipur Medical College Hospital : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে র‍্যাগিংয়ের অভিযোগ। হাসপাতালের টিএমসিপি নেতা মুস্তাফিজুর রহমান ও তার দলবলের বিরুদ্ধে র‍্যাগিং ও হুমকি দেওয়ার অভিযোগ। র‍্যাগিংয়ের অভিযোগে অভিযুক্ত মুস্তাফিজুরকে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

আরজি কর কাণ্ডের মধ্যেই এবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে র‍্যাগিংয়ের অভিযোগ। অভিযুক্ত মেডিক্যাল কলেজেরই টিএমসিপি ইউনিটের প্রভাবশালী সদস্য মুস্তাফিজুর রহমান ও তার দলবল।

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মুস্তাফিজুর। আরও অভিযোগ, মেডিক্যাল কলেজে মুস্তাফিজুর ও তার দলবলের এতটাই প্রভাব ছিল যে, কোনও পড়ুয়া তাদের বিরোধিতা করলেই কলেজ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হত তাঁদের। যদিও র‍্যাগিং ও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমি নন্দী।

অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের অন্দরেই ধোঁয়াশা। হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান ডাঃ তারাপদ ঘোষ জানান, জুনিয়র চিকিৎসকদের দাবিমতো অভিযুক্ত মুস্তাফিজুর রহমানের হাসপাতালে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অবিলম্বে মুস্তাফিজুরসহ তার সঙ্গীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও তীব্রতর হবে, হুঁশিয়ারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের।

Leave A Reply

Your email address will not be published.