আপনি কাকে ভোট দিয়েছেন তা জেনে নেবেন মুখ্যমন্ত্রী! সামাজিক মাধ্যমে ভাইরাল AI প্রযুক্তি নিয়ে একটি বিশেষ বার্তা। মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত ওই বার্তা নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ রাজ্য বিজেপির লিগ্যাল সেল।
‘প্রতি, সব পৃষ্ঠাপ্রমুখ, বুথ কমিটি, ওয়ার্ড সদস্য, পঞ্চায়েত প্রতিনিধি, জেলা পরিষদ সদস্য, বিধায়ক ও সাংসদ,
ভোটগ্রহণের দিন আপনারা সবাই বুথকেন্দ্রে একটি বিষয়ে খুব মনোযোগ দিয়ে নজর রাখবেন। আপনাদের কাছে থাকা ভোটার তালিকায় ভোটদাতার ভোট দেওয়ার সঠিক সময় লিখে রাখবেন। আমি প্রযুক্তি (AI) ব্যবহার করে কে কাকে ভোট দিয়েছে, তা বের করে নেব। যারা বিজেপিকে ভোট দেবে না, তাঁদের বর্তমান সব সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে। আর ভবিষ্যতেও তাঁদের সব সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হবে।’
অবশেষে বিষয়টি নিয়ে সক্রিয় হল রাজ্য বিজেপির লিগ্যাল সেল। বৃহস্পতিবার এ ব্যাপারে গুয়াহাটির বশিষ্ঠ থানায় একটি এজাহার দাখিল করে বিজেপি। অভিযোগ,
এ ব্যাপারে বিজেপির লিগ্যাল সেলের আহ্বায়ক তথা আইনজীবী জয়ন্তকুমার গোস্বামী বলেন, যারা এই অপারধের সঙ্গে জড়িত, তাঁদের কঠোর শাস্তি দেওয়া হোক। তিনি ওই দুষ্টচক্রের বিরুদ্ধে জালিয়াতি, ভুয়ো বার্তা প্রচার ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন।
মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মার স্বাক্ষর জাল করে কোনও দুষ্টচক্র একটি লিখিত বার্তা পোস্ট করেছে সামাজিক মাধ্যমে। এই বার্তার মাধ্যমে বিজেপির কর্মী, জনপ্রতিনিধি ও ভোটারদের ভয় দেখানো হয়েছে। যেহেতু দুষ্টচক্রটি জালিয়াতির মাধ্যমে অপপ্রচার করে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছে, তাই আজ আমরা বশিষ্ঠ থানায় একটি এজাহার দাখিল করি।’
নির্বাচন যত কাছে আসছে, ততই বাড়ছে শাসক-বিরোধীর তরজা। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে অসাধু কার্যকলাপ। তাই গুজবে কান না দিতে ভোটারদের প্রতি আবেদন জানিয়েছে ভারতীয় জনতা পার্টি।