পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধবংস করেছে এই সরকার। এই সরকারের চলে যাওয়া উচিত। এসএসসি দুর্নীতি মামলায় তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে কান ধরে ওঠ বোস করার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট। যোগ্য এবং অযোগ্য প্রার্থী চিহিত না হওয়ায় গোটা প্যানেল বাতিল করে দিয়েছে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। কার্যত বিচারপতি থাকাকালীন সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল থেকেছে এই দিন।
তারপর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে এই রায়কে হাতিয়ার করে শাসকদল তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি এবং অনান্য রাজনৈতিক দলগুলি। অন্যদিকে তেমনই এই রায়কে ‘বেআইনি’ বলে প্রায় ২৬০০০ চাকরিহারার পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবার এই বিচার ব্যবস্থা বিজেপির হয়ে গিয়েছে বলেও রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন মমতা।
মমতার এই আক্রমণ প্রসঙ্গে অবসর প্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী NKTV বাংলাকে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে সরকারের উদ্দেশ্যে বলেন, ‘সরকার থেকে চলে যান আপনারা। নিজেরা ক্লাস এইট পাশ এবং চান না কেউ ক্লাস এইট পাশ করুক। শিক্ষা ব্যবস্থাকে ধবংস করেছে এই সরকার।’
মমতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি মানুষকে বলব এই মুখ্যমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রী বলবেন না। শুধু মমতা ব্যানার্জি বলবেন। যদি শুভ বুদ্ধি থাকে তাহলে মমতা ব্যানার্জি আপনি এসপ্ল্যানেড মোড়ে গিয়ে কান ধরে ওঠ বোস করে মানুষের কাছে ক্ষমা চান। তাহলে বুঝবো উনি দোষ স্খলনের চেষ্টা করছেন।’
তাঁর সংযোজন, ‘কেন সুপ্রিম কোর্টে যাবেন। পরীক্ষা নিন। তাহলেই তো বোঝা যাবে দুধ কা দুধ, পানী কা পানী। উনি ক্ষমতা ছেড়ে চলে গেলে আস্তাকুঁড়েও ঠাই হবে না।’