এক হাড়হিম করা এই ঘটনা। “বাঁচাও বাঁচাও” আর্তনাদ। মায়ের গায়ে আগুন ধরিয়ে দিল গুণধর ছেলে! দাউদাউ করে জ্বলছে আগুন। পাশে দাঁড়িয়েই মোবাইলে ভিডিয়ো রেকর্ড করছিল ছেলে। জল, বস্তা দিয়ে এক মহিলার গায়ের আগুন নেভানোর চেষ্টা করছেন পুলিশকর্মীরা। জানা গিয়েছে, পারিবারিক বিবাদ মেটাতে মা এবং পুত্র থানায় এসেছিলেন। অভিযোগ, সেখানেই মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন তাঁরই পুত্র। ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের খাইর থানা এলাকার।
জমি সংক্রান্ত ঝামেলা মেটাতে মা এবং পুত্রকে ডেকে পাঠিয়েছিল খাইর থানা। মঙ্গলবার দুপুরের দিকে পুত্রকে নিয়ে থানায় হাজির হন হেমলতা নামে ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই পারিবারিক এক সমস্যার কারণে দু’জনের মধ্যে ঝামেলা চলছিল। এমনকি, পুত্রের নামে থানায় এফআইআরও করেছিলেন হেমলতা। বিবাদ মেটাতে দু’পক্ষকেই ডেকে পাঠায় পুলিশ। কিন্তু পুলিশের হস্তক্ষেপেও সমস্যার সমাধান মেলেনি। ফলে পুলিশের সামনেই দু’জনে বচসায় জড়িয়ে পড়েন।
তারপর ওই মহিলা থানা থেকে বেরিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পরই ছুটতে ছুটতে ফিরে আসেন। দেখা যায় তাঁর গোটা শরীরে পেট্রোল ঢালা। পুলিশ ওই মহিলার হাত থেকে লাইটার কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু লাইটারটি মাটিতে পড়ে যায়। এরপরই পাশে দাঁড়ানো তাঁর ছেলে, যে গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করছিল, সে এক হাত দিয়ে লাইটার কুড়িয়ে তাঁর মায়ের হাতে আগুন লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই দাউদাউ করে আগুন ধরে যায়। পুলিশ চেষ্টা করে আগুন নেভাতে পারলেও, ওই মহিলার দেহের ৪০ শতাংশ ঝলসে গিয়েছিল।
অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় পুলিশ। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গৌরবকে গ্রেফতার করেছে পুলিশ।