ডিজিটাল ডেস্ক, ২৮ এপ্রিল: পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে ভারতীয় নৌসেনাকে শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। জানা গেছে, সোমবার ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির মোট মূল্য ৬৩ হাজার কোটি টাকা। উল্লেখযোগ্য যে, ভারতীয় নৌসেনার দুটি যুদ্ধজাহাজ, আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য থেকে এই ২৬টি রাফালে যুদ্ধবিমান আকাশে উড়বে, যা ভারতীয় নৌসেনাকে আরও শক্তিশালী করবে।
নৌবাহিনীকে শক্তিশালী করতে একসঙ্গে ২৬টি মেরিন জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত, যা প্রথমবার। ২০২৩ সালের জুলাই মাসে নৌসেনার জন্য যুদ্ধবিমান কেনার বিষয়টি প্রতিরক্ষা দপ্তরে উঠেছিল, এবং সেই সময় ফ্রান্সের সঙ্গে আলোচনা করা হয়েছিল। এরপর চলতি মাসের শুরুতে ৬৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়। সেনা সূত্রে জানা গেছে, ভারতীয় নৌবাহিনী ২২টি একক আসনবিশিষ্ট রাফাল মেরিন ফাইটার জেট এবং ৪টি দ্বৈত আসনের বিমান পাবে। চুক্তির মধ্যে রয়েছে রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সাপোর্ট প্যাকেজ এবং নৌসেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা।
চুক্তি স্বাক্ষরের সময় ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্টিয়ান লেকোরনু ভারতে থাকার কথা ছিল, তবে শেষ মুহূর্তে তিনি আসছেন না। সোমবার, চুক্তি স্বাক্ষরিত হবে ভারতের প্রতিরক্ষা সচিব এবং রাফালে প্রস্তুতকারী ফরাসি সংস্থা দাসল্ট এভিয়েশনের মধ্যে। তবে, সোমবার চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে রাফালেগুলি ভারতের হাতে আসবে না। কিছুদিন পর রাফালে পাঠানো শুরু হবে, এবং ২০৩১ সালের মধ্যে ২৬টি রাফালে ভারতে এসে পৌঁছাবে। জানা গেছে, পুরনো মিগ-২৯কে যুদ্ধবিমানগুলির পরিবর্তে নতুন রাফালে যুদ্ধবিমানগুলি ব্যবহার করা হবে।
রাফালে এম’কে বিশ্বের সবচেয়ে উন্নত মেরিন যুদ্ধবিমানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। বর্তমানে ভারতের হাতে ৩৬টি রাফালে যুদ্ধবিমান রয়েছে, তবে নতুন ২৬টি রাফালে-তে ভারতের নিজস্ব মিসাইল প্রযুক্তি সংযোজন করা হবে বলে সূত্র জানিয়েছে। পহেলগাঁও হামলার পর ভারতীয় তিন বাহিনী নিয়মিত যুদ্ধ মহড়ায় অংশ নিচ্ছে, এবং সীমান্তে মিসাইল ছুড়ে নিজেদের প্রস্তুতি দৃঢ় রেখেছে নৌসেনাও। এমন পরিস্থিতিতে রাফালে চুক্তি স্বাক্ষর নিঃসন্দেহে নৌসেনার মনোবল বৃদ্ধি করবে এবং তা চীন ও পাকিস্তানের জন্য একটি বড় সংকেত হবে।
Comments are closed.