কালীঘাট অভিযান, হাজরায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, আটক চাকরিহারারা

14

ডিজিটাল ডেস্ক, ২৮ এপ্রিল: এসএসসি ২০১৬-র চাকরিহারা বিক্ষোভে ফের হাজরা মোড় অবরুদ্ধ। আজ গর্জে উঠলেন এসএসসি ২০১৬-র চাকরিহারারা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। “কেন আমাদের নাম নেই তালিকায়? আমাদের গুলি করে মেরে দিক মুখ্যমন্ত্রী!”—এমন বিস্ফোরক দাবিতে রাস্তায় শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। শেষে তাদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

ভিড় সরাতে ইতিমধ্যে পুলিশের ধড়পাকড় শুরু হয়ে গেছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কয়েকজন চাকরিহারা বিক্ষোভকারীদের পুলিশ ভ্যানে তোলা হয়। তাদের বক্তব্য, ১৭,২০৬ জনের মধ্যে নাম থাকলেও, নতুন যে তালিকা এসএসসি ডিআই অফিসে পাঠাচ্ছে, সেখানে তাদের নাম নেই। ১,৮০৩ জন বাদ পড়েছেন এবং মোট ১৫,৪০৩ জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন। কান্নাভেজা গলায় তারা বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত হস্তক্ষেপ করুন এই বিষয়ে, না হলে গুলি করে মেরে ফেলা হোক!”

প্রসঙ্গত গত শনিবার দুপুর ২টা নাগাদ চাকরিহারারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার দাবি জানিয়ে তাঁর বাড়ির সামনে পৌঁছান। তবে ব্রাত্যর বাড়ির ১০০ মিটার দূরেই লেকটাউন থানার পুলিশ তাঁদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এরপর চাকরিহারারা সেখানে ধরনায় বসে পড়েন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী বাড়িতে নেই এবং অন্য কাজে ব্যস্ত আছেন, তাই তিনি দেখা করতে পারবেন না। এর পরই চাকরিহারারা তাঁদের অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন এবং জানিয়ে দেন যে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁরা কালীঘাট যাবেন। সেই অনুযায়ী, হঠাৎই এদিন দুপুরে ‘কালীঘাট অভিযান’ ডাকা হয়।

Comments are closed.