পহেলগাঁও জঙ্গি হামলার তদন্ত উঠে এল মাদক-যোগ! পরিকল্পনার ‘মূলচক্রী’ আইএসআই!

12

ডিজিটাল ডেস্ক, ২৮ এপ্রিল: গুজরাটের মুন্দ্রা বন্দরে বাজেয়াপ্ত হওয়া ২১ হাজার কোটির মাদকের সঙ্গে এবার পহেলগাঁওয়ের জঙ্গি হামলার সম্পর্ক খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তারা এই ঘটনার ‘মূলচক্রী’ হিসেবে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে চিহ্নিত করেছেন।

গুজরাতের মুন্দ্রা বন্দরে ২১ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হওয়ার পর কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। সেখান থেকে ২,৯৮৮.২ কেজি হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সংশ্লিষ্টতার তথ্য।

এনআইএ দাবি করেছে, ট্যালকম পাউডারের আড়ালে অতি গোপনে হেরোইন আমদানি করছিল দেশীয় পাচারকারীরা। দিল্লির নেব সরাই এবং আলিপুরের দুটি গুদামে এগুলি সংরক্ষণ করার পরিকল্পনা ছিল। তবে শেষ মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দাদের সক্রিয়তায় সেই ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। ভারতীয় পাচারকারীদের কাছে বিক্রি হওয়া হেরোইনের অর্থ পাক গুপ্তচররা জঙ্গি নেতাদের কাছে পৌঁছে দিত। এর ফলে কাশ্মীরে হামলা চালানোর জন্য জঙ্গিদের টাকার কোনো অভাব হয়নি।

এনআইএ আরও দাবি করেছে, ট্যালকম পাউডারের আড়ালে আগে বৈধ নথি দেখিয়ে ইসলামাবাদ এই দেশে হেরোইন পাচার করেছিল। তবে সেই ছক ভেস্তে যাওয়ার পর আইএসআই অত্যন্ত গোপনে অপারেশন চালাতে শুরু করে। আগে শুধুমাত্র পঞ্জাবে মাদক পাঠানো হত, কিন্তু সেখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়ায় আইএসআই এখন গুজরাতসহ পশ্চিম ভারতের উপকূলকে বেছে নিয়েছে পাচারের জন্য।

Comments are closed.