মুখোশ খুলল পাকিস্তানের, বেড়িয়ে এল নোংরা মুখ! লন্ডনে পাক হাই কমিশনের বাইরে বিতর্ক উস্কে দিল পাক সেনাকর্তা
ডিজিটাল ডেস্ক, ২৬ এপ্রিল: শুক্রবার পাকিস্তানি হাই কমিশনের বাইরে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়দের একাংশ। সেই ঘটনার জেরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, যখন পাকিস্তানের এক সেনাকর্তা প্রতিবাদকারীদের উদ্দেশে হুমকিসূচক ইঙ্গিত দেন। একটি ভিডিও-তে দেখা গিয়েছে, কর্নেল তৈমুর রাহত প্রকাশ্যে প্রতিবাদীদের দিকে ‘গলা কেটে দেওয়ার’ ভঙ্গি করছেন (যদিও এই ভিডিও-র সত্যতা নিশ্চিত করেনি NKTV বাংলা)।
এই ঘটনা ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। কর্নেল রাহত বর্তমানে লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সেনা ও বায়ুসেনা উপদেষ্টা হিসেবে নিযুক্ত।
গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন প্রবাসী ভারতীয়রা। সেই ঘটনার প্রতিবাদেই শুক্রবার লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা। বিক্ষোভকারীদের অধিকাংশই ছিলেন হিন্দু সম্প্রদায়ের।
হাতে ছিল ভারতের জাতীয় পতাকা, নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড—যেগুলিতে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানো হয়। পাকিস্তানের বিরুদ্ধে ছিল একের পর এক প্রতিবাদী স্লোগান। কারণ, হামলাকারী জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই প্রবাসী ভারতীয়েরা হাই কমিশনের সামনে বিক্ষোভে রাস্তায় নামেন।
প্রতিবাদকারীদের মধ্যে উপস্থিত ছিলেন কয়েক জন ভারতীয়-ইহুদিও। তাঁদের দাবি, পাকিস্তান বরাবরই সন্ত্রাসবাদে মদত দিয়ে এসেছে। সেই কারণেই এই প্রতিবাদে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তাঁরা।
তাঁদের স্পষ্ট বক্তব্য—এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছেন তাঁরা। কারণ, ইহুদিদেরও বহু দিন ধরেই মোকাবিলা করতে হচ্ছে ‘ইসলামিক সন্ত্রাসবাদ’-এর, যা তাঁদেরও শত্রু।
Comments are closed.