কলকাতা, ২৬ এপ্রিল: শহরে আবারও অগ্নিকাণ্ডের তাণ্ডব! বাসন্তী হাইওয়ের পাশে ধাপা এলাকায় আচমকাই ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যে গোটা অঞ্চল ঢেকে যায় ঘন, কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায়—দৃশ্যমানতা প্রায় শূন্য। আতঙ্কে ভীত স্থানীয় বাসিন্দারা রাস্তায় ছুটছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে চলছে আপ্রাণ চেষ্টা। প্রাথমিকভাবে ধারণা, একটি ইলেকট্রিক ট্রান্সফরমারে বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়ে এই বিধ্বংসী আগুন। আগুনের তীব্রতা আর ধোঁয়ার ঘনত্বে পুরো এলাকায় ছড়িয়েছে চরম আতঙ্ক।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ধাপার কাছে থাকা একটি ট্রান্সফর্মারে আচমকা বিস্ফোরণ হয়, সেখান থেকেই আগুনের সূত্রপাত। আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়, আর সেখান থেকেই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড—এমনটাই সন্দেহ স্থানীয়দের।
ঘটনাস্থলে টায়ার, প্লাস্টিকসহ দাহ্য পদার্থের বিপুল মজুত ছিল, যার ফলে আগুন মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে দমকা হাওয়ার কারণে—দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন। আগুনের তীব্রতা ও ছড়িয়ে পড়ার গতিতে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে প্রবল আতঙ্ক।
Comments are closed.