PoK জুড়ে ৪২ জঙ্গি লঞ্চপ‍্যাড, কেথায় কোথায় অবস্থিত ? পাক সেনার টেরর ব্লুপ্রিন্ট ভারতের হাতে

52

EXCLUSIVE REPORT : ইলমাজ সৈয়দ

পাগেলগাঁও হামলার জবাবে এবার কী পাক অধিকৃত কাশ্মীরের এইসব জঙ্গিঘাঁটিকেই টার্গেট তরবে ভারতীয় সেনার স্পেশাল ফোর্সেস?

গোয়েন্দা সূত্রে খবর পাকিস্তানের মদতে পাক অধিকৃত কাশ্মীর জুড়ে ৪২ জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষন কেন্দ্র রয়েছে যা সক্রিয় । প্রতি মুহুর্তে এখান থেকেই ভারত বিরোধী কার্যকলাপের ছক কষা হচ্ছে । পাক সেনা এ আই এস আই-এর মদতের চলছে সব। শুধু তাই নয় গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে এই মুহুর্তে উপত‍্যকায় ৬০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে গা ঢাকা দিয়ে রয়েছে। এরা সবাই জয়েস-এ-মহম্মদ, হিজবুল মুজাহিদিন ও লস্কর-এ-তৈবার সদস‍্য ! পাশাপাশি রিপোর্টে বলা হয়েছে উপত‍্যকায় ১৭ স্থানীয় ( লোকাল) জঙ্গিও গা ঢাকা দিয়ে রয়েছে।

কী বলছে গোয়েন্দা রিপোর্ট

  • পাক অধিকৃত কাশ্মীর জুড়ে ৪২টি জঙ্গি ঘাঁটি ও টেরর প‍্যাড রয়েছে । ইতিমধ‍্যই এদের লোকেশন চিহ্নিত করেছে গোয়েন্দারা । প্রতিরক্ষামন্ত্রীকে মঙ্গলবার এই নিয়ে বিস্তারিত তথ‍্য দেওয়া হয়েছে।
  • এই সমস্ত টেরর প‍্যাডে ১৫০-২০০ জঙ্গি প্রশিক্ষন নিয়ে ভারতে অনুপ্রবেশের জন‍্য তৈরি হয়ে রয়েছে। বর্ডার পেরিয়ে এদের কাশ্মীর ও বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার চক্রান্ত রয়েছে।
  • এদের সরাসরি মদত দিচ্ছে পাকিস্তান। অনুপ্রবেশেও সরাসরি পাক মদত রয়েছে । বাচাল সেক্টরে অনুপ্রবেশের সময় ভারী গুলিযুদ্ধ শুরু হয় ভারতীয় সেনার সঙ্গে।
  • বাঁচাল সেক্টরের ভারতীয় সেনার গুলিতে পাকিস্তানের ৬৪২ নম্বর মুজাহিদিন ব‍্যাটেলিয়ান ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
  • জম্মু কাশ্মীরে লষ্কর, হিজবুল ও জায়েসের ৬০ পাক জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে এবং সক্রিয় রয়েছে। ১৭ স্থানীয় ( লোকাল কাশ্মীরি ) জঙ্গি জম্মু কাশ্মীরে সক্রিয়

চিহ্নিত টেরর লঞ্চপ‍্যাড (PoK)

  • দুদনিয়াল
  • আব্দুল বিন মাসুদ
  • চেলাবান্দি
  • মানসতয়া
  • ম‍্যাচ ফ‍্যাক্টরি 
  • দেওলিয়ান
  • গাঢি ডুপাট্টা
  • সাফাইদা
  • হালান সুলামি
  • বাগ
  • আলিয়াবাদ
  • ফরওয়ার্ড কাউতা
  • রাওলা পোর্ট
  • জুঙ্গি
  • তত্ত্বাপানি
  • হিঝিরা
  • সেন্সা
  • কোতলি
  • নিকাল
  • পালানি
  • বারালা
  • পালকমিরপুর
  • ফরগোস
  • গুলপুর
  • কুন্ড
  • সামানি
  • কোটেরা
  • খুইরেত্তা

চিহ্নিত টেরর প্রশিক্ষনকেন্দ্র (PoK)

  • জালালবাদ
  • বতেরাশি
  • খালিদ বিন ওয়ালিদ
  • সিনকিয়ারি
  • গাঢি হাবিবুল্লাহ
  • মঙ্গল
  • উমর বিন খিতাব
  • খেওড়ি
  • আতরশিশা
  • আবোটাবাদ
  • তেরবালা
  • জাফর ইকবাল বাইবা
  • আল্ফা থ্রি কন্ট্রোল রুম
  • কালি ঘাটি ( হাজিরা)

কী মতলব পাকিস্তানের ?

৭৭৮ কিলোমিটার জুড়ে বিস্তৃত নিয়ন্ত্রণরেখার ওপারে বিভিন্ন শিবিরে প্রায় ১৩০ জন প্রশিক্ষিত জঙ্গির পাশাপাশি লশকর-এ-ত্যায়বা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-সহ বিভিন্ন সন্ত্রাসবাদীর গোষ্ঠীর কয়েক জন প্রথম সারির কমান্ডারও রয়েছে বলে রিপোর্টে দাবি। জম্মু এবং কাশ্মীর উপত্যকার সক্রিয় ‘হ্যান্ডলার’দের সঙ্গেও তাদের ধারাবাহিক যোগাযোগ ছিল ।

৬০ থেকে ৬৫ জন পাক জঙ্গি এই মুহুর্তে জম্মু, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলে সক্রিয়। মূলত দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকা তাদের নিশানায়। এমনই একটি দল মঙ্গলবার অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে হামলা চালিয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় দুই জঙ্গির সহায়তায় ২৬ জনকে খুন করেছে তারা।

পেহালগাঁও হামলার পরে তৎপর ভারতের একাধিক গোয়েন্দা এজেন্সি। ২২ এপ্রিলের হামলার নেপথ্যে যে সরাসরি পাকিস্তান যোগ রয়েছে তা স্পষ্ট করে দিয়েছে মঙ্গলবারের ক‍্যাবিনেট সিকিউরিটি কাউন্সিলের বৈঠকের নির্যাস। ভারত ইতিমধ‍্যেই একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের ওপর। স্থগিত করে দেওয়া হয়েছে ইন্দাস জলচুক্তি। বন্ধ করা হয়েছে আতরি সীমান্ত । এরই মধ্যে বড়সড় তথ‍্য খুঁজে পেয়েছেন ভারতের গোয়েন্দারা । যা দেখলে চোখ কপালে উঠবে।

Comments are closed.