পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের স্মরণে বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর

17

ডিজিটাল ডেস্ক, ২৩ এপ্রিল: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বুধবার আইপিএলে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে থাকছে না কোনও আতশবাজির আয়োজন কিংবা চিয়ারলিডারের নাচ। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

দুদলের সকল ক্রিকেটার ও আম্পায়ার কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন, হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতে।

এদিকে, এই মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া। তাঁরা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তাও জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ের একটি রিসর্টে পর্যটকদের উপর ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। বেসরকারি হিসেবে, এই ঘটনায় অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন, এবং আশঙ্কা করা হচ্ছে সংখ্যাটি আরও বাড়তে পারে। বেশ কয়েকজন আহত এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

তবে ওইদিনই লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের আইপিএল ম্যাচে কোনও রকম শোকপ্রকাশ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। বিসিসিআই ও আইপিএল আয়োজকদের তীব্র সমালোচনা করেন তাঁরা, এই ঘটনার গুরুত্বকে উপেক্ষা করার অভিযোগে।

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। সমবেদনা জানিয়েছে ফুটবল ক্লাব মোহনবাগানও।

ক্রিকেট মহলেও প্রতিক্রিয়া মিলেছে—শুভমান গিল, কেএল রাহুল, সুরেশ রায়না, যুবরাজ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায় ও গৌতম গম্ভীররা এই মর্মান্তিক ঘটনার নিন্দা করে সোচ্চার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা দিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন।

Comments are closed.