সৌদি সফর কাটছাঁট, দিল্লি নামলেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরেই সারলেন জরুরি বৈঠক

13

ডিজিটাল ডেস্ক, ২৩ এপ্রিল: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিমানবন্দরে পৌঁছেই তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য শীর্ষ সরকারি আধিকারিকরা।

মঙ্গলবার রাতে সৌদি রাজার আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই প্রধানমন্ত্রী নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন। মধ্যরাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, “সৌদি সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী ভারতের পথে রওনা হয়েছেন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচি অনুযায়ী তাঁর দিল্লি ফেরার কথা ছিল বুধবার রাতেই। তবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর পাওয়ার পরই গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। সৌদি আরব থেকেই দ্রুত প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী—খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ করেন এবং কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

সেই সঙ্গে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতির উপর নজরদারির নির্দেশও দেন মোদী। শুধু তাই নয়, অমিত শাহকে কাশ্মীরে গিয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ পাওয়ার পরই মঙ্গলবার রাতে শ্রীনগরে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি সেনা, আধাসেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।

প্রসঙ্গত মঙ্গলবার সকালেই দু’দিনের সফরে সৌদি আরবের জেড্ডা শহরের উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরবের প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সলমনের আমন্ত্রণে এই সফরে যান তিনি। তবে দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়ার পরই দেশে ফেরার প্রস্তুতি শুরু করেন মোদী।

ইতিমধ্যেই কাশ্মীরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে তল্লাশি অভিযান। মঙ্গলবার সন্ধ্যাতেই শ্রীনগরে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং উপরাজ্যপাল মনোজ সিংয়ের সঙ্গে বৈঠক করেন কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।

এই সময়েই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি এই পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন।

এদিকে, পহেলগাঁও হামলার পর থেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়েছে। বহু নেটিজেন ফের একবার সার্জিক্যাল স্ট্রাইকের দাবি তুলেছেন। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় সরকার পরবর্তী পদক্ষেপে কী সিদ্ধান্ত নেয়।

Comments are closed.