SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরও অনড় চাকরিহারারা, যোগ্য-অযোগ্য আলাদা না হওয়া অবধি আন্দোলন চলবেই

11

কলকাতা, ২২ এপ্রিল: এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে নির্দিষ্ট কয়েকটি দাবি জানিয়ে এলেন যোগ্য চাকরিহারারা। সাফ জানিয়ে দিলেন, যতদিন না যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে ততদিন আন্দোলন চলবেই। ‘ফুল সার্ভিস পিরিয়ড’ পর্যন্ত চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।

মঙ্গলবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন ‘যোগ্য’ চাকরিহারারা। তাঁদের প্রধান দাবি ছিল—যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। এই প্রসঙ্গে চেয়ারম্যান জানান, বিষয়টি সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দেখভালের অন্তর্গত এবং তাঁর মতে, রিভিউ পিটিশনের আগে ওই তালিকা প্রকাশ করা সম্ভব নয়।

এই অবস্থানে ক্ষোভ প্রকাশ করে চাকরিহারারা বলেন, শিক্ষামন্ত্রী কেন রিভিউয়ের প্রসঙ্গ তুলেছেন, তা জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করবেন তাঁরা। পাশাপাশি, স্পষ্টভাবে জানিয়ে দেন—যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। একই সঙ্গে ওএমআর শিট প্রকাশেরও দাবি জানিয়েছেন তাঁরা। যদিও বিষয়টি এখনও আদালতের বিচারাধীন থাকায়, সেই দিকেই আপাতত নজর রাখছেন আন্দোলনকারীরা।

এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর এদিন সাংবাদিক সম্মেলনে চাকরিহারারা জানান, “আমাদের আজকের এই দুরবস্থার জন্য দায়ী এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, ভারপ্রাপ্ত মন্ত্রী এবং রাজ্য সরকার। আট মাস চাকরি করিয়ে শেষে আমাদের ছুঁড়ে ফেলা হবে—এটা আমরা মেনে নেব না। যতক্ষণ না ফুল সার্ভিস পিরিয়ড পর্যন্ত চাকরির নিশ্চয়তা মিলছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব, রাজপথ ছাড়ব না।”

উল্লেখযোগ্যভাবে, এদিন চাকরিহারাদের সঙ্গে বৈঠকের আগে একটি বিজ্ঞপ্তি জারি করে এসএসসি ঘোষণা করে, ‘যোগ্য’ চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা ফের স্কুলে কাজে যোগ দিতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ‘যোগ্য’দের ফেরানো হচ্ছে বলে জানানো হয়। তাঁদের নামের তালিকা ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট ইনচার্জদের কাছে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী মিলবে বেতনও।

সূত্রের খবর, এসএসসি বুধবারের মধ্যে মোট তিনটি পৃথক তালিকা স্কুল শিক্ষা দপ্তরে পাঠাবে। প্রথম তালিকায় থাকবেন একেবারে বৈধ বা সম্পূর্ণ নির্ভুল প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা। দ্বিতীয় তালিকায় থাকবে ওএমআর-সহ একাধিক সমস্যা যুক্ত প্রার্থীদের নাম, এবং তৃতীয় তালিকায় থাকবে পুরোপুরি অযোগ্য প্রার্থীদের নাম।

তবে এই ঘোষণার পরেও আন্দোলন থেকে একচুলও নড়েননি চাকরি হারানো ‘যোগ্য’রা। তাঁদের দাবি, যতক্ষণ না সমস্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা আসছে এবং পূর্ণ সুরক্ষার আশ্বাস মিলছে, ততদিন আন্দোলন চলবে।

Comments are closed.