আলিপুর থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত হলেন রাজ্যপালকে, হৃদযন্ত্রে ব্লকেজের পাশাপাশি কাঁধেও সমস্যা
কলকাতা, ২২ এপ্রিল: আলিপুরের কমান্ড হাসপাতাল থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বাইপাসের ধারের একটি অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে। সূত্রের খবর, রাজ্যপালের হার্টে ব্লকেজের পাশাপাশি কাঁধেও সমস্যা রয়েছে।
রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় হৃদযন্ত্রে কিছু ব্লকেজ ধরা পড়ে। এরপর সোমবার তাঁকে ভর্তি করা হয় আলিপুরের কমান্ড হাসপাতালে। সূত্রের খবর, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই সময় থেকেই জল্পনা চলছিল, রাজ্যপাল সিভি আনন্দ বোস বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চাইছেন। সোমবার ওই হাসপাতালের চিকিৎসকরা আলিপুরের কমান্ড হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক পরীক্ষা করেন। এরপরই মঙ্গলবার রাজ্যপালকে সেখানে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ রয়েছে, পাশাপাশি কাঁধেও সমস্যা দেখা দিয়েছে। কাঁধেও অস্ত্রোপচার হতে পারে বলে খবর। যদিও এই বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি।
Comments are closed.