বাগুইআটিতে উদ্ধার ট্রলি, ভেতরে অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ!

12

কলকাতা, ২২ এপ্রিল: বাগুইআটির দেশবন্ধু নগরের রাস্তায় মঙ্গলবার সকালে রহস্যজনক একটি ট্রলি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ট্রলির ভিতর থেকে এক যুবতীর দেহ উদ্ধার হয়, যার মুখে সেলোটেপ বাঁধা ছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়ায় উত্তেজনা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা ওই যুবতীকে খুন করে দেহ ট্রলিতে ভরে রাস্তায় ফেলে গেল, তা জানতে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাতে।

মঙ্গলবার বাগুইআটির দেশবন্ধু নগরের একটি জঞ্জালঘেরা পরিত্যক্ত এলাকায় পড়ে থাকা একটি কালো ট্রলিব্যাগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে বাগুইআটি থানার পুলিশ ট্রলিটি খুলে দেখে, ভিতরে রয়েছে এক যুবতীর দেহ। তাঁর মুখে লেপটে ছিল বাদামি রঙের সেলোটেপ, যা দেখে সন্দেহ আরও গাঢ় হয় তদন্তকারীদের।

প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, মৃতা ওই এলাকার বাসিন্দা নন। সম্ভবত অন্য কোথাও খুন করে দেহ ট্রলিতে ভরে এখানে এনে ফেলে যাওয়া হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। মৃতার পরিচয় এখনও জানা যায়নি। তদন্তে এই তথ্য সামনে আনা এখন পুলিশের মূল লক্ষ্য, কারণ তা জানলে গোটা ঘটনার রহস্যভেদে বড়সড় অগ্রগতি হতে পারে বলে মনে করছে তদন্তকারী দল।

প্রসঙ্গত এই ঘটনা মনে করিয়ে দিয়েছে মাস খানেক আগে আহিরিটোলা ঘাটের কাছে ট্রলিবন্দি দেহ উদ্ধারের কথা। সেখানে মধ্যমগ্রামে খুনের পর আত্মীয়ার দেহ ট্রলিতে ভরে গঙ্গার ঘাটে ফেলতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয় মা-মেয়ে।

Comments are closed.