ঘেরাও পুলিশ, উদ্ধারে গিয়ে এপিসি ভবনের বাইরে ঘেরাও আইপিএস

9

এপিসি ভবনের সামনেই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন চাকরিহারারা। যতদিন না তাদের  চাকরি তাদের ফিরিয়ে দেওয়া হবে ততদিন তারা রাস্তা ছাড়বেন না বলে জানিয়ে দেন চাকরিহারারা। এর পরেই আবারও একবার উত্তপ্ত হয়ে ওঠে এপিসি ভবন চত্ত্বর পুলিশের সঙ্গে রিতীমত হাতাহাতি শুরু হয় আন্দোলনকারীদের । একজন পুলিশকর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখ্তে থাকেন চাকরিহারারা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন ডিসিপি অনিশ সরকার । আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে মারমুখী হয়ে ওঠে পরিস্থিতি। সামাল দিতে আরও ফোর্স ডাকতে বাধ‍্য হয় পুলিশ। দীর্ঘ ধস্তাধস্তির পর ঘেরাও হওয়া পুলিশকর্মীকে উদ্ধার করে পুলিশ । পরে ডিসিপি অনিশ সরকার জানান , একজন পুলিশকর্মী এপিসি ভবনে তার ডিউটি শেষ করে বেরোচ্ছিলেন। তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। সিভিল ড্রেসে ছিলেন। তাকে কমিশনের আধিকারিক ভেবে আন্দোলনকারীকে ঘেরাও করে। আন্দোলনকারীরা জানিয়ে দেন পুলিশকর্মীদের তাঁরা আটকাবেন না। তবে কমিশনের কোনও আধিকারিককে তাঁরা এপিসি ভবন থেকে বেরোতে দেবেন না । তালিকা প্রকাশ না করা পর্যন্ত তাঁরা ঘেরাও চালিয়ে যাবেন । 

ঘেরাও পুলিশকর্মীকে উদ্ধারের পর এবার আন্দোলনকারীরা ডিসিপি অনিশ সরকার ও তার টিমকে ঘিরে ফেলেন । তাঁদের এপিসি ভবনে প্রবেশ করতে বাধা দেন চাকরিহারারা। বাধ‍্য হয়েই পুলিশকে বলপূর্বক এপিসি ভবনে ঢুকতে হয় । 

Comments are closed.