কলকাতা, ২১ এপ্রিল: এসএসসি-এর তরফে কোনও তালিকা প্রকাশ হচ্ছে না আজ, সারারাত ঘেরাও করে রাখা হবে এসএসসি ভবন, বৈঠকের শেষে বার্তা চাকরিহারাদের।
প্রসঙ্গত আজ সোমবারে কমিশনের উপর চাপ বাড়াতে এসএসসি ভবন অভিযানে সামিল হল ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। তবে এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করা নিয়ে তৈরি হয় কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না যোগ্য-অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে।
এর আগে পুলিশের সঙ্গে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তাঁদের সংযত আচরণ করার আহ্বান জানালেও, তাতে গুরুত্ব দিচ্ছেন না আন্দোলনকারীরা। উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে।
চাকরিহারাদের বিক্ষোভে সল্টলেকের আচার্য সদনের সামনে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের অভিযোগ, সন্ধ্যা গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেনি কমিশন, যা নিয়ে ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে।
আজ সকালে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক দেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষাকর্মীরা। সেই অনুযায়ী, বেলা ১২টা নাগাদ সল্টলেক করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনের সামনে পৌঁছন চাকরিহারারা। এরপর সন্ধ্যার দিকে সেখানেই শুরু হয় তীব্র বিক্ষোভ।
Comments are closed.