ডোমজুড়ে দাউদাউ করে জ্বলছে ৫ হাজার বর্গফুট এলাকা, ওএনজিসি কারখানায় আগুন

11

ডিজিটাল ডেস্ক, ২১ এপ্রিল: হাওড়ার ডোমজুড়ে ওএনজিসির একটি কারখানায় সোমবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। দাহ্য রাসায়নিক ও তেল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আর মুহূর্তেই গোটা এলাকা ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। খবর পেয়ে ডোমজুড় থানা ও দমকল বিভাগে যোগাযোগ করা হয়।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন, যারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় কারখানার আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ যখন কারখানায় আগুন লাগে, তখন সেখানে শ্রমিকেরা কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎই কারখানার একাংশ থেকে আগুন ও ঘন ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন তাঁরা এবং সঙ্গে সঙ্গে খবর দেন ডোমজুড় থানায়।

ডোমজুড় থানা তাৎক্ষণিকভাবে দমকল বিভাগকে বিষয়টি জানায়। তবে দমকল পৌঁছোনোর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ভয়াবহভাবে ছড়াচ্ছে।

স্থানীয়দের মতে, কারখানার ভিতর থেকে মাঝে মাঝেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের অভিঘাতে কারখানার ছাদের একাংশ উড়ে গেছে বলে জানা গেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আশপাশের গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

অনেকেই জানিয়েছেন, চার কিলোমিটার দূর থেকেও ঘন কালো ধোঁয়া স্পষ্টভাবে দেখা যাচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ওই কারখানার পাশেই রয়েছে আরও বেশ কয়েকটি ছোট ও বড় শিল্প ইউনিট। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা আশেপাশের কারখানাগুলিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Comments are closed.