কলকাতা, ২১ এপ্রিল: এসএসসি-তে ২৬,০০০ চাকরি বাতিল মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়। শুনানিতে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এসএসসি-কে উদ্দেশ করে প্রশ্ন তোলে, “সুপ্রিম কোর্ট রায়ের কিছু অংশে পরিবর্তন আনলেও বাকি অংশ বহাল রেখেছে। তাহলে এখনও পর্যন্ত সমস্ত ওএমআর (OMR) স্ক্রিপ্ট কেন প্রকাশ করা হয়নি?” – এই নিয়ে কড়া প্রশ্ন ছুঁড়ে দেন বিচারপতি।
বুধবারের মধ্যে সমস্ত OMR স্ক্রিপ্ট প্রকাশ সংক্রান্ত বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে জানাতে এসএসসি-কে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এদিকে, ইতিমধ্যেই ঘোষিত অযোগ্য প্রার্থীদের বেতন বন্ধ ও তাঁদের কাছ থেকে বেতন ফেরতের বিষয়ে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, এসএসসি তদন্তের অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে চেয়েছে আদালত।
বুধবারের মধ্যে তদন্তের সামগ্রিক অগ্রগতি রিপোর্ট জমা দিতে সিবিআই-কে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় মূল পর্বের শুনানি শুরু হবে ২৮ এপ্রিল—সোমবার এই বিষয়ে জানিয়ে দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই নিয়োগ, সংরক্ষণ নীতি না মানা-সহ একাধিক অনিয়মের অভিযোগে একক বেঞ্চ এই ৩২,০০০ নিয়োগ বাতিল করেছিল। পরে সুপ্রিম কোর্ট ঘুরে ডিভিশন বেঞ্চ ওই চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দেয়।
চূড়ান্ত পর্বের শুনানি চেয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্করের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণে মামলা ছাড়ায় প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনম মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠান। ওই মামলার শুনানি শুরু হবে ২৮ এপ্রিল থেকে।
Comments are closed.