কলকাতা, ২১ এপ্রিল: কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কাপড়ের (KOLKATA FIRE) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু’জনের। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে গুদামটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। দমকল কর্মী এবং পুলিশের যৌথ উদ্যোগে ওই বাড়ি থেকে বেশ কয়েকজনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়।
তবে সোমবার ভোরে ওই বাড়ির ছাদ থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ধারণা, অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েই তাঁদের মৃত্যু হয়েছে।
রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে ৬৫/এ পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি বাড়ির চারতলায়, যেখানে একটি কাপড়ের গুদাম ছিল। দমকল সূত্রে জানা গেছে, আগুন লাগার পর আতঙ্কে অনেকেই প্রাণ বাঁচাতে ছাদে ওঠার চেষ্টা করেন। কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় কয়েকজন সেখানে আটকে পড়েন।
দমকল আধিকারিকেরা তৎপরতায় অধিকাংশকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন। তবে দু’জন তখনও ছাদেই আটকে ছিলেন। সোমবার সকালে তাঁদের উদ্ধার করা হয়।
দমকলের ১০টি ইঞ্জিনের প্রচেষ্টায় মধ্যরাতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে বাড়িটি সরু গলির ভিতরে অবস্থিত হওয়ায় প্রাথমিকভাবে আগুন নেভাতে দমকল কর্মীদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
(KOLKATA FIRE)
Comments are closed.