প্রয়াত পোপ ফ্রান্সিস

11

ডিজিটাল ডেস্ক, ২১ এপ্রিল: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সূত্রে জানানো হয়েছে, সোমবার তাঁর মৃত্যু হয়েছে। ৮৮ বছর বয়সি পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। তবে অসুস্থতা সত্ত্বেও রবিবার ইস্টার উৎসবে অংশ নিয়ে সকলকে চমকে দেন। সেই দিনই গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু তার পরের দিনই, সোমবার, জীবনাবসান হয় তাঁর।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে নিজের এক্স হ্যান্ডেলে শোক বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ফেব্রুয়ারিতেই গুরুতর শারীরিক অবস্থায় ইতালির এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল পোপ ফ্রান্সিসকে। তাঁর স্বাস্থ্য সমস্যার শিকড় বহু পুরনো—মাত্র ২১ বছর বয়সেই তাঁর একটি ফুসফুসের অংশ অপসারণ করতে হয়েছিল। সেই থেকে শ্বাসযন্ত্রের সমস্যা থেকে গিয়েছিল, যা সম্প্রতি আরও জটিল আকার নেয়। চিকিৎসা পরীক্ষায় ধরা পড়ে, তাঁর দুটি ফুসফুসই নিউমোনিয়ায় আক্রান্ত। পাশাপাশি বুকের এক্স-রে সহ অন্যান্য পরীক্ষার রিপোর্টও স্বাভাবিক ছিল না, যা উদ্বেগ আরও বাড়িয়ে তোলে।

তবে কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন পোপ ফ্রান্সিস। চিকিৎসকেরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। সেই কারণে গুড ফ্রাইডে এবং ইস্টারের পূর্ববর্তী বিশেষ উপাসনায় অংশ নিতে পারেননি তিনি। তবে রবিবার সকলকে চমকে দিয়ে আচমকাই হাজির হন ইস্টারের মূল অনুষ্ঠানে। সেন্ট পিটার্স স্কোয়্যারে উপস্থিত ৩৫ হাজারেরও বেশি পুণ্যার্থীর উদ্দেশে হাত নাড়েন পোপ। এরপর ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে তিনি বলেন, “ভাই ও বোনেরা, হ্যাপি ইস্টার।”

রোমান ক্যাথলিক গির্জার পরবর্তী প্রধান কে হবেন, তা এখনও নির্ধারিত হয়নি। সাধারণত, নতুন পোপ নির্বাচিত হন একটি বিশেষ সম্মেলন, ‘কনক্লেভ’-এর মাধ্যমে। কোনও পোপের মৃত্যুর পর সাধারণত ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই কনক্লেভ শুরু হয়।

Comments are closed.