আজ শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, থাকছেন সৌরভও

12

ডিজিটাল ডেস্ক, ২১ এপ্রিল: শালবনিতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শালবনিতে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষ কর্তাব্যক্তিরাও।

মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, ভবিষ্যতের চাহিদা মাথায় রেখে শালবনিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে। এই প্রকল্পে জিন্দাল গোষ্ঠী বিনিয়োগ করছে প্রায় ১৬ হাজার কোটি টাকারও বেশি। পাশাপাশি, সংস্থাটি ওই এলাকায় একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার পরিকল্পনাও করেছে। রাজ্য সরকারের দাবি, এই প্রকল্প ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সোমবার রাতে মুখ্যমন্ত্রী মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিবাস করবেন। পরদিন, ২২ এপ্রিল মঙ্গলবার, তিনি মেদিনীপুর কলেজ মাঠে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে গোয়ালতোড়ের সোলার পাওয়ার প্ল্যান্টসহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখযোগ্যভাবে, শালবনিতেই ইস্পাত কারখানা স্থাপন করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে কারখানা নির্মাণের কাজ এখনও শুরু না হওয়ায় অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটছে। গত ফেব্রুয়ারিতে এক শিল্পসংক্রান্ত অনুষ্ঠানে সৌরভ জানান, এত বড় প্রকল্প রাতারাতি শুরু করা সম্ভব নয়, তাই কিছুটা সময় লাগবে। তিনি আশাবাদী যে আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যেই কারখানার কাজ শুরু হয়ে যাবে।

Comments are closed.