কলকাতা, ২১ এপ্রিল: অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি তিনি। শালবনি যাওয়ার আগে তাঁকে দেখতে হাসপাতালে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে রাজ্যপালকে স্থানান্তরিত করা হতে পারে অ্যাপোলো হাসপাতালে। চিকিৎসকদের আশঙ্কা বাইপাস সার্জারি করা হতে পারে রাজ্যপালের।
রাজভবন সূত্রে জানা গেছে, সোমবার রুটিন শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল। এমন স্বাস্থ্য পরীক্ষা তিনি মাঝে মধ্যেই করে থাকেন। তবে এদিন পরীক্ষা চলাকালীন চিকিৎসকেরা তাঁর হৃদ্যন্ত্রে ব্লকেজের ইঙ্গিত পান। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, ডুমুরজোলা স্টেডিয়ামে হেলিকপ্টারে ওঠার আগে কিছুক্ষণ আগেই রাজ্যপালকে দেখতে কমান্ড হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের কাছ থেকে রাজ্যপালের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। সূত্রের খবর, রাজ্যপালের হৃদ্যন্ত্রে ব্লকেজের আরও চিকিৎসা প্রয়োজন। সেই কারণে তাঁকে কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আপাতত তিনি কমান্ড হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, তবে খুব শিগগিরই তাঁকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হতে পারে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যপালকে দেখতে গিয়েছিলাম। হঠাৎ করেই ভর্তি হয়েছেন, শরীরটা ভালো নেই। তাই দেখে এলাম। কাল প্রোগ্রাম শেষ করে ফিরে আসব।”
সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন রাজ্যপালের চিকিৎসার যাবতীয় বিষয় তদারকি করতে। রাজ্যপালের চিকিৎসায় যা যা প্রয়োজন, তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী মুখ্যসচিব পুরো বিষয়টি দেখভাল করছেন।
Comments are closed.