ডিজিটাল ডেস্ক, ২০এপ্রিল: সোমবার সপরিবারে ভারতে পা রাখতে চলেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর এই সফর ঘিরে উৎসাহ তুঙ্গে ভারতের বাণিজ্যমহলে।
সোমবার সকালে দিল্লির পালাম বিমানঘাঁটিতে পৌঁছবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর সঙ্গে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা এবং তাঁদের তিন সন্তান—ইওয়ান, বিবেক ও মিরাবেল। সূত্রের খবর, সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভান্স এবং তাঁর পরিবারের সম্মানে এক বিশেষ নৈশভোজের আয়োজন করবেন। তবে তার আগে মোদী ও ভান্সের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে।
মোদীর সাম্প্রতিক আমেরিকা সফরের সময়ই দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই প্রস্তাবিত দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে গত কয়েক দিনে দুই দেশের প্রশাসনের মধ্যে একাধিক দফায় আলোচনা হয়েছে। উভয় পক্ষই চুক্তি নিয়ে আশাবাদী। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বৈঠকে এই বাণিজ্যচুক্তির প্রসঙ্গ উঠবে, এবং তা দ্রুত বাস্তবায়নের পথ আরও সুগম হতে পারে। শুল্কনীতি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
ভারতে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ভান্স ও তাঁর পরিবার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দর্শনে যাবেন। এরপর তাঁরা হস্তশিল্প সামগ্রীর একটি শপিং মল ঘুরে দেখতে পারেন। দিল্লি সফরের পর ভান্স পরিবার আগ্রা এবং জয়পুরও সফর করবেন। এই সফরে ভান্সের সঙ্গে রয়েছেন মার্কিন প্রশাসনের পাঁচজন উচ্চপদস্থ কর্তা— যাঁদের কেউ পেন্টাগনের, কেউ বা যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের সঙ্গে যুক্ত।
সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজ সেরে জয়পুরের উদ্দেশে রওনা দেবেন জেডি ভান্স। মঙ্গলবার দিনভর জয়পুরের একাধিক ঐতিহাসিক স্থানে ঘুরে দেখবেন তিনি। বিকেলে শহরের একটি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন ভান্স। সূত্রের খবর, তাঁর বক্তব্যে ট্রাম্প প্রশাসনের সময়কালে ভারত–আমেরিকা সম্পর্কের ইতিবাচক দিকগুলি বিশেষভাবে উঠে আসবে। পাশাপাশি, কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক নীতিনির্ধারণ সংক্রান্ত বিষয়ও তাঁর বক্তৃতায় স্থান পেতে পারে।
বুধবার ভান্স ও তাঁর পরিবার জয়পুর থেকে আগ্রার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তাজমহল-সহ অন্যান্য ঐতিহাসিক স্থাপত্য পরিদর্শনের কথা রয়েছে তাঁদের। এরপর বিকেলে আবার জয়পুরে ফিরে আসবেন ভান্স। বৃহস্পতিবার সেখান থেকেই আমেরিকার উদ্দেশে দেশে ফিরবেন তিনি।
Comments are closed.