মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রকে রিপোর্ট মহিলা কমিশনের

9

ডিজিটাল ডেস্ক, ২০ এপ্রিল: শনিবার মুর্শিদাবাদের ধুলিয়ান, শমসেরগঞ্জে গিয়েছিলেন কমিশনের সদস্যেরা। মুর্শিদাবাদের উপদ্রুত এলাকার মহিলারা ভীত-সন্ত্রস্ত। তাঁদের মনোবল চাঙ্গা করতে অনেক কাজ করতে হবে বলে জানাল জাতীয় মহিলা কমিশন। সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখে এসে রবিবার কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর কেন্দ্রকে রিপোর্ট পেশের কথা জানান সংবাদ মাধ্যমের সামনে।

প্রসঙ্গত, অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ান, শমসেরগঞ্জ এবং সুতির বহু বাসিন্দা এখনও ঘরছাড়া। গঙ্গা পেরিয়ে ও পারে মালদায় আশ্রয় নিয়েছেন অনেকে। প্রশাসনের উদ্যোগে তাঁদের অনেককে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু ঘরছাড়ারা সকলে এখনও ঘরে ফিরতে পারেননি বলেই দাবি স্থানীয় সূত্রে।

শনিবার মহিলা কমিশনের সদস্যেরা জেলার হিংসা বিধ্বস্ত এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন। তাঁরা এলাকায় যেতেই স্থানীয় মহিলাদের একাংশ পুলিশ এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের কেউ কেউ স্পষ্টভাবে বলেন, ‘‘আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমাদের দরকার নিরাপত্তা।’’ মহিলাদের একাংশ এলাকায় স্থায়ী বিএসএফ শিবির গড়ার দাবিও জানান।

প্রসঙ্গত উল্লেখ্য যে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় মহিলা কমিশনের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরাও গেছিলেন। মুখ্যমন্ত্রীর আবেদনকে উপেক্ষা করে আক্রান্তদের কাছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।

Comments are closed.