ডিজিটাল ডেস্ক, ২০ এপ্রিল: কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট সাতটি মিছিল ব্রিগেডে আসছে। তার আগে ব্রিগেডে ঢুকতে শুরু করেছেন কর্মীরা।
কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক ও বস্তি—এই চারটি বামপন্থী গণসংগঠনের ডাকে আজ অনুষ্ঠিত হচ্ছে বামেদের ব্রিগেড সমাবেশ। রাজ্যের নানা প্রান্ত থেকে মোট সাতটি মিছিল এসে মিলবে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই সমাবেশ থেকে কী বার্তা তুলে ধরবেন মহম্মদ সেলিম, নিরাপদ সর্দার-সহ বাম নেতৃত্ব, তা এখন সকলের নজরে।
বেলা ৩টেয় ব্রিগেডের সভা শুরু করবে সিপিএম। বক্তা হিসেবে নির্ধারিত রয়েছেন ছ’জন নেতা। তালিকায় রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কৃষকসভার অমল হালদার, ক্ষেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার, বন্যা টুডু, বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে এবং সিটুর অনাদি সাহু। তবে এই তালিকায় নেই দলের যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের নাম।
ব্রিগেডের মঞ্চে শুরু হয়েছে অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করছেন কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই ব্রিগেডে জমায়েত শুরু করেছেন কর্মীরা। ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন গণসংগঠনের নেতারা। দলে দলে বাম কর্মী-সমর্থকেরা জেলা থেকে কলকাতার দিকে আসছেন। শিয়ালদহ স্টেশনে তাঁদের ভিড় চোখে পড়ছে। ব্রিগেডে মাঠ ভরাতে রবিবার সকাল থেকে বিভিন্ন জেলার বাম কর্মী-সমর্থকেরা কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। হাওড়া স্টেশনেও তাঁদের ভিড় চোখে পড়ছে।
প্রসঙ্গত রবিবার সকালে হাওড়ায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্রিগেড সমাবেশে যোগ দিতে রওনা হওয়া বাম কর্মী-সমর্থকরা হাওড়ায় পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, ব্রিগেডে ভিড় কমাতে এবং বামেদের যাত্রাপথে বাধা দিতেই ইচ্ছাকৃতভাবে ফেরি পরিষেবা বন্ধ করেছে প্রশাসন।
Comments are closed.