ভূতের আতঙ্ক পুরুলিয়ার অর্জুন জোড়ায়!

32

দূর্বাদল চন্দ্রের কলমে

পুরুলিয়া, ১৯ এপ্রিল: তেঁতুল গাছে ভূত? দিনের বেলায় নাকি স্পর্শ করছে মানুষকে। বন্ধ হয়ে যাচ্ছে বাইক। যাতায়াতের সময় মিলছে বাধা। এরকমই আতঙ্ক ছড়ায় পুরুলিয়া হুড়া ব্লকের অর্জুন জোড়া এলাকায়। কয়েকদিন আগে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় রাকাব জঙ্গল থেকে। তারপর থেকেই নাকি এই অলৌকিক ঘটনা ঘটতে শুরু হয় ওই রাস্তায়।

গ্রামবাসীদের পক্ষ থেকে জানা যায় দিনের বেলায় ওই রাস্তায় যদি কোন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পার হলে নাকি তার মোটরসাইকেল আপনি বন্ধ হয়ে যায় এবং ওই মোটরসাইকেল আরোহীর শরীরে কেউ যেন স্পর্শ করে চলে যায়। তারপরেই ছড়ায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক, পশুচারণ থেকে শুরু করে জঙ্গলে কাঠ এবং পাতা কুড়ানো পুরোপুরি বন্ধ করে দেন গ্রামবাসীরা। আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে অর্জুন জোড়া গ্রাম সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম। স্কুল যাওয়া আসা বন্ধ করে দেই পড়ুয়ারা।

ফোন মারফত ওই ঘটনার খবর পেয়ে অর্জুন জোড়া গ্রামে পৌঁছান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সদস্যরা। তারা পুরো রাকাব জঙ্গলে তল্লাশি চালান। ঘটনাস্থলে উপস্থিত হন হুড়া থানার পুলিশ তারাও সহযোগিতা করে এই তল্লাশিতে।

অবশেষে কিছু না মেলায় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সদস্যরা। তারা বলেন ভূত বলে কিছু হয় না। এটি একটি অসাধু চক্র হতে পারে কেউ আতঙ্কিত হবে না। যে সকল ব্যক্তি এই ঘটনাটি রটাছেন তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এরপর যদি এভাবে মানুষকে আতঙ্কিত করা হয় তবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয় ।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সম্পাদক ডক্টর নয়ন মুখার্জি বলেন যদি কোন ব্যক্তি ভুতের অস্তিত্ব দেখিয়ে দিতে পারেন, তাকে দেওয়া হবে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। এই ঘটনার পরেই ওই এলাকায় হুড়া থানার পক্ষ থেকে ২ জন সিভিক ভলেন্টিয়ার মতায়ন করা হয়েছে বলে জানা যায়।

Comments are closed.