JEE Mains Result 2025: প্রকাশ হল JEE Mains পরীক্ষার ফলাফল, ১০০ পেয়ে তালিকার শীর্ষে বাংলার দুই পড়ুয়া

18

কলকাতা, ১৯ এপ্রিল: প্রকাশিত হল এবছরের জয়েন্ট মেন এন্ট্রান্স (JEE Mains) মেনের রেজাল্ট। এ বছর জয়েন্ট এন্ট্রানস (JEE Mains) মেনে ১০০ পার্সেন্টাইল পেয়েছে ২৪ জন। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (JEE Mains) পরীক্ষায় দাগ কাটল পশ্চিমবঙ্গ। পরীক্ষায় ‘প্রথম’ হলেন পশ্চিমবঙ্গের দু’জন।

ছবি: দেবদত্তা মাঝি

সর্বভারতীয় জয়েন্টের আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির [NTA-National Testing Agency] তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝির প্রাপ্ত পার্সেন্টাইল হল ১০০। দেবদত্তা মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিলেন। আর এবার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় বাজিমাত করলেন পূর্ব বর্ধমানের মেয়ে।

১০০-র তালিকায় কারা?

২০২৫-এর র সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস [Joint Entrans Mains 2025] পরীক্ষায় যাঁরা ১০০ স্কোর করেছেন, তাঁদের মধ্যে সর্বাধিক সাতজন হলেন Rajasthan। পরীক্ষায় যে ২৪ জন প্রার্থীর প্রাপ্ত ‘স্কোর’ ১০০-তে ঠেকেছে, তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের দু’জন পড়ুয়া রয়েছেন। তাছাড়া তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশেরও তিনজন করে প্রার্থী সেই নজির গড়েছেন। পশ্চিমবঙ্গ, গুজরাট এবং দিল্লি থেকে দু’জন করে পড়ুয়া ১০০ পার্সেন্টাইলের গণ্ডি ছুঁয়েছেন। আর সেই তালিকায় অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের একজন করে প্রার্থী সেই তালিকায় ঠাঁই পেয়েছেন। সার্বিকভাবে ওই ২৪ জনের মধ্যে দু’জন মেয়ে আছেন। বাকি ২২ জন ছেলে। সর্বভারতীয় জয়েন্টের আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির [NTA-National Testing Agency] তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝির প্রাপ্ত পার্সেন্টাইল হল ১০০।

এ বছর জানুয়ারিতে প্রথম পর্বের পরে এপ্রিলে দ্বিতীয় পর্বের পরীক্ষার আয়োজন করা হয়। এ বছর দ্বিতীয় সেশনের পরীক্ষা দিয়েছিলেন ৯,৯২,৩৫০ জন। প্রতি বছর দেশের বিভিন্ন IIT, NIT-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক, বিআর্ক, বিপ্ল্যানিং ডিগ্রি কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়াম (জেইই) মেন-এর আয়োজন করা হয়। দু’টি পর্বে জেইই মেন-এর আয়োজন করে এনটিএ।

Comments are closed.