বিজেপির বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র বালুরঘাট, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ সুকান্তর

11

ডিজিটাল ডেস্ক, ১৯ এপ্রিল: মুর্শিদাবাদের ওয়াকফ-সংক্রান্ত অশান্তির রেশ এবার পৌঁছল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। শনিবার দুপুরে জেলাশাসকের দপ্তরের সামনে বিজেপির মিছিল ঘিরে সৃষ্টি হয় চরম উত্তেজনা। রাজ্য বিজেপি সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিলে অংশ নেন জেলার বহু বিজেপি কর্মী ও সমর্থক।

অভিযোগ জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছতেই পুলিশ তাঁদের বাধা দেয়, জানিয়ে দেয় যে এলাকা ‘হাই সিকিউরিটি জোন’। চারপাশে ব্যারিকেড করে ঘিরে ফেলা হয় দফতরের সামনের রাস্তা। তবে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা, সেই সময় পুলিশ তাঁদের আটকাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এর জেরে বেশ কিছু সময় ধরে জেলাশাসকের দফতরের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টহল বাড়ানো হয় এলাকায়।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি, মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে এদিন বালুরঘাটে এসডিও অফিস অভিযানের ডাক দেয় বিজেপি। শুরু থেকেই বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন সুকান্ত মজুমদার। বিজেপির অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও পুলিশ উস্কানি দিয়ে ঝামেলা পাকিয়েছে। সুকান্তর দাবি, পুলিশের লাঠিচার্জে তাঁদের বেশ কিছু কর্মী আহত হয়েছেন।

Comments are closed.