২১ এপ্রিলের নবান্ন অভিযান আপাতত স্থগিত রাখলেন চাকরিহারারা

22

ডিজিটাল ডেস্ক, ১৯ এপ্রিল: ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থী ও চাকরিজীবীদের মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবারের নবান্ন অভিযানের কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা রেখে আপাতত নবান্ন অভিযান স্থগিত করলেন চাকরিহারা ও চাকরিপ্রার্থীরা।

শনিবার হাওড়া এবং কলকাতা পুলিশ কমিশনারেটকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান ‘চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ’। মঞ্চের অন্যতম আহ্বায়ক দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, ২১ এপ্রিল যে নবান্ন অভিযান হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে আলোচনার পরবর্তী পর্ব শেষ হওয়ার পরই পরবর্তী পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাতে হয়েছে রাজ্যের ২৫,৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীকে। এই সিদ্ধান্তে কলকাতা সহ গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে হতাশা ও ক্ষোভের সুর। ক্ষতিগ্রস্তরা ‘চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের ঐক্যমঞ্চ’ গড়ে আন্দোলনে নেমেছেন।

তবে পরে শীর্ষ আদালত সেই নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে।

এই প্রেক্ষাপটে, গত ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত চাকরিহারাদের সমাবেশে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। ভুক্তভোগীদের সমস্যার সমাধানে সরকার সব রকমভাবে সহায়তা করবে বলেও জানান তিনি।

ঐক্যমঞ্চের একটি সূত্র জানায়, শুক্রবার পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মঞ্চের নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজেরা বৈঠক করেন। সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, নবান্ন অভিযান আপাতত স্থগিত রাখা হবে—তবে একেবারে বাতিল নয়।

সূত্রের দাবি, ২১ এপ্রিল, অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে উপস্থিত থাকছেন না, কারণ ওই দিন তিনি পশ্চিম মেদিনীপুরের শালবনিতে যাওয়ার কর্মসূচি নিয়েছেন। সেই কারণেই ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী যেদিন নবান্নে থাকবেন, সেদিনই নতুন করে নবান্ন অভিযান করা হবে।

Comments are closed.