ডিজিটাল ডেস্ক, ১৯ এপ্রিল: মুর্শিদাবাদের সুতি, ধুলিয়াল, সামশেরগঞ্জ এলাকার বিভিন্ন জায়গায় অশান্তিতে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। আজ শনিবার সকালে মুর্শিদাবাদের বেতবোনায় মহিলা কমিশনের সদস্যরা পৌঁছন। তাঁদের দেখেই কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দারা। হাড়হিম করা অভিজ্ঞতার কথা শোনান মহিলারা। সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন দুর্গতরা। এলাকায় বিএসএফ ক্যাম্পের দাবি জানানো হয়েছে প্রতিনিধি দলের কাছে।
সাধারণ বাসিন্দাদের আশ্বস্ত করেন কমিশনের সদস্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয় সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। কেন্দ্রীয় সরকারকে কমিশনের সদস্যরা তথ্য জানাবেন। সেই কথা জানানো হয়েছে। এলাকায় বিএসএফ ও সিআরপিএফ আছে। বাহিনী নিরাপত্তার দিক খতিয়ে দেখছে। সেই কথা বলেও দুর্গতদের এদিন আশ্বস্ত করা হয়।
সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের এই অঞ্চলগুলিতেই অশান্তি ছড়িয়েছিল। অশান্তিতে তিন জনের মৃত্যু হয়েছে।
আজ রাজ্যপালও মুর্শিদাবাদে গেছেন দুর্গতদের সাথে দেখা করতে। আজ জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে যাওয়ার কথা আছে তার।
প্রসঙ্গত সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জ-সহ কিছু অঞ্চলে। সেই গোলমালে তিন জন নিহত হন। ঘটনার তদন্তে বুধবার সিট গঠন করেছে পুলিশ। অশান্তির জেরে সাময়িক ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও গত ৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায় প্রশাসনের উদ্যোগে দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি।
গতকাল শুক্রবার মালদায় পৌঁছলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। বৈষ্ণবনগর এর পারলালপুর হাইস্কুলে আশ্রয় শিবির পরিদর্শন করেন তারা। ধুলিয়ানে অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। তিন সদস্যের প্রতিনিধি দল বেশ কিছু সময় ধরে স্কুলের ভেতরে শিবিরে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেন।
Comments are closed.