Mithun Chakraborty : শিলচরে এলেন বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। একাধিক ইস্যুতে নিশানা মুখ্যমন্ত্রী মমতাকে। মুর্শিদাবাদকাণ্ড নিয়েও দুঃখ প্রকাশ মিথুনের।
‘আপনারা ভাগ্যবান’
‘হিমন্তের মতো মুখ্যমন্ত্রী পেয়েছেন’
‘একজন স্ট্রং মুখ্যমন্ত্রী’
‘যার মেরুদণ্ড শক্ত’
‘মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা লোভী’
শিলচরে অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ মিঠুন। বিপরীতে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ‘আমার তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত ভুল ছিল। আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইটার ছিলেন। এখন তিনি ক্ষমতা লোভী। যে কোনওভাবে উনার ক্ষমতা চাই।’
শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বরাক সাংস্কৃতিক মহোৎসবে যোগ দিতে শিলচরে আসেন মিঠুন চক্রবর্তী। ওখানে একটি সাংবাদিক সম্মেলন সম্বোধন করেন তিনি। মুর্শিদাবাদ, ভাঙরে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদের নামে যে হিংসা হয়েছে, তা নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি।
পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, ‘বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। আর তা না হলে নির্বাচনটা হোক সেনার তত্ত্বাবধানে।’
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ভূমিকা নিয়ে প্রায়ই সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েও জবাব দেন মিঠুন। তিনি বলেন, ‘বিএসএফ ব্যর্থ হলে রাজ্য পুলিশ কী করছে? ‘রাজ্য পুলিশ তো সেকেন্ড লাইন অব ডিফেন্স।’
শিলচরের আতিথেয়তায় মুগ্ধ মিঠুন চক্রবর্তী। বিশেষ করে শিলচরের বাঙালি খাদ্য সম্ভারের প্রশংসা না করে থাকতে পারলেন না।
শুক্রবার দুপুরে শিলচর বিমানবন্দরে অবতরণের পর উষ্ণ অভ্যর্থনায় ভাসেন মিঠুন চক্রবর্তী। বিমানবন্দর থেকে শিলচর শহর, সর্বত্রই দাদাকে নিয়ে মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
Comments are closed.