সম্পন্ন হল শুভ পরিণয়, এক হল চার হাত

27

কলকাতা, ১৮ এপ্রিল: সাদামাটা ভাবেই তাঁর নিউটাউনের ফ্ল্যাটে বসেছিল বিয়ের আসর। রীতি-আচার মেনে সাদা ধুতি-পাঞ্জাবি পরে ছাঁদনাতলায় দিলীপ। আচার মেনে তিনি কনের বাড়িতে যাননি। বরং এ ক্ষেত্রে রিঙ্কুই কনের বেশে তাঁর বাড়িতে এসেছেন শুক্রবার সন্ধ্যায়। তাঁর পরনে লাল বেনারসী। মাথায় শোলার মুকুট, কপালে ছোট টিপ, মাথায় লাল ওড়না পরা রিঙ্কুর সাজ একেবারেই সাবেকী কনে।

একেবারে ঘনিষ্ঠবৃত্তেই বিয়ে সেরেছেন দিলীপ-রিঙ্কু। বিজেপি নেতার তরফে থাকছেন তাঁর মা। রিঙ্কু মজুমদারের তরফে আসার কথা তাঁর মামা, মামি, মা ও ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়।

রিঙ্কুর সঙ্গে এসেছেন কয়েক জন কনেযাত্রী। তবে তাঁর পুত্র আসেননি। রিঙ্কু বিবাহবিচ্ছিন্ন। প্রথম পক্ষের এক পুত্রসন্তান রয়েছেন তাঁর। 

দিলীপ ঘোষের বিয়ের মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি, কাতলা মাছের কালিয়া, রসগোল্লা ও আইসক্রিম। আগামিকাল, ১৯ এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন। ওইদিন প্রাতঃভ্রমণে ১৫০ জনকে ইডলি খাওয়াবেন তিনি। এরপর জন্মদিনের বিকেলে নাকি সস্ত্রীক খড়গপুরে রওনা দেওয়ার কথা।

প্রসঙ্গত দিলীপ ও রিঙ্কুকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপহার পাঠালেন ফুল।

বিয়ের কারণে তাঁর রাজনৈতিক কর্মসূচিতেও কোনও পরিবর্তন হবে না। প্রতি দিনের মতো শনিবার সকালেও নিউ টাউনে প্রাতর্ভ্রমণে বেরোবেন তিনি। সঙ্গে নববধূ অবশ্য থাকবেন না। রীতি-আচার মেনে বিয়ের পরের দিন বাড়িতেই থাকবেন রিঙ্কু। ঘটনাচক্রে শনিবার দিলীপের জন্মদিন। প্রাতর্ভ্রমণের সঙ্গীরা সকালে তাঁর জন্মদিন পালন করতে পারেন। দমদমে শনিবার দিলীপের একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তিনি সেখানেও যোগ দেবেন।

Comments are closed.