ডিজিটাল ডেস্ক, ১৮ এপ্রিল: ঘর ছাড়া দের সাথে কথা বলতে পারলালপুর হাই স্কুলে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশন। দুপুরে পারলালপুর স্কুলে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া রোহতকার সহ ৬ জনের সদস্য ওই দলে রয়েছেন অর্চনা মজুমদারও রয়েছেন। কলকাতা থেকে তাঁরা গাড়িতে করে বহরমপুরে এসে পৌঁছন। বহরমপুরে সার্কিট হাউস অতিথি আবাসে লাঞ্চ করে তাঁরা সরাসরি মালদার বৈষ্ণবনগরে যাবেন।
বিকেলে মহিলা কমিশনের প্রতিনিধিরা শমসেরগঞ্জ থানায় অন্তর্গত ধুলিয়ানের জাফরাবাদে গিয়ে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রসঙ্গত সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জ-সহ কিছু অঞ্চলে। সেই গোলমালে তিন জন নিহত হন। ঘটনার তদন্তে বুধবার সিট গঠন করেছে পুলিশ। অশান্তির জেরে সাময়িক ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও গত ৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায় প্রশাসনের উদ্যোগে দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি।
স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। অশান্তি কবলিত এলাকায় জনজীবন স্বাভাবিক করার পাশাপাশি ঘরছাড়া পরিবারগুলিকে ঘরে ফেরাতে বিশেষও উদ্যোগী হচ্ছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকানের তালিকা প্রস্তুত করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হচ্ছে সমীক্ষা রিপোর্ট তৈরির কাজ।
Comments are closed.